আজ : বুধবার ║ ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৩শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৮ই রজব, ১৪৪৭ হিজরি

মাদুরোর সসম্মানে মুক্তি, ট্রাম্পের বিচার ও সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিরোধের আহ্বান

দেশচিন্তা ডেস্ক: ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সমাবেশ থেকে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকেলাস মাদুরোকে অবিলম্বে সসম্মানে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো এবং মানবাধিকার লঙ্ঘনের অপরাধে ডোনাল্ড ট্রাম্পের বিচার ও বিশ্বব্যাপী সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের আহবান জানান সিপিবি নেতারা।

আজ সোমবার (৫ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস মোড়ে চট্টগ্রাম জেলা সিপিবির উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সিপিবির সভাপতি অধ্যাপক অশোক সাহার সভাপতিত্বে সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সভাপতি কমরেড মোহাম্মদ শাহআলম এবং জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক কমরেড নুরুচ্ছাফা ভূঁইয়া।

সমাবেশে কমরেড মোহাম্মদ শাহআলম ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসন রুখে দাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ভেনেজুয়েলার তেল ও খনিজ সম্পদ দখল করার হীন উদ্দেশ্য থেকেই এই আক্রমণ করা হয়েছে। এই আক্রমণের মাধ্যমে তারা মাদুরো সরকারকে উচ্ছেদ করে মার্কিন অনুগত পুতুল সরকার ক্ষমতায় বসিয়ে ভেনেজুয়েলার তেল ও জ্বালানি সম্পদকে লুটপাটের ক্ষেত্রে পরিণত করতে চায়। এই হামলায় কারাকাস ও দেশের অন্যান্য অঞ্চলের বেসামরিক ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এই আগ্রাসন জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও অভ্যন্তরীণ বিষয়ে স্বাধীনতার সর্বজনস্বীকৃত নীতিমালার চরম লঙ্ঘন।

অবিলম্বে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীর নিঃশর্ত মুক্তি দাবি করে তিনি বলেন, এ ধরনের সাম্রাজ্যবাদী আগ্রাসন লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলবে এবং লক্ষ লক্ষ ভেনেজুয়েলাবাসীর জীবন বিপন্ন করবে। এই আক্রমণ মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসী চরিত্র এবং আন্তর্জাতিক নীতিমালার প্রতি তাদের অবজ্ঞাকে উন্মোচিত করেছে। একইসাথে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অথর্ব চরিত্রকে উন্মোচিত করল। বিশ্বজুড়ে সকল মানবতাবাদী জনগণকে একাত্ম হয়ে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে জোর প্রতিবাদে নামতে হবে। মার্কিন সাম্রাজ্যবাদের কবর রচনা করে শান্তির বিশ্ব গড়ে তুলতে হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ