আজ : মঙ্গলবার ║ ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১০ই রজব, ১৪৪৭ হিজরি

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্যের শোক

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ, গণতান্ত্রিক আন্দোলনের অগ্রজ নেত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, সকাল ৬:০০ টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পরে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বেগম খালেদা জিয়া একজন অনন্য রাজনীতিক ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন। তিনি নিজের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন, জনগণের অধিকারের দাবি ও রাজনৈতিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশ একটি বিশাল রাজনৈতিক ও নৈতিক শূন্যতায় পতিত হয়েছে। এই শোকের দিনে আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং মহান আল্লাহর নিকট নিবেদন করি, তিনি মরহুমার আত্মাকে সুন্দর স্থানে স্থাপন করুন ও শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই কঠিন সময় মোকাবিলা করার শক্তি প্রদান করুন।
উপাচার্য আরও বলেন, শিক্ষা, রাজনীতি, নারী নেতৃত্ব ও সামাজিক সংগঠনে বেগম খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর নেতৃত্বের ধারা এবং সংগ্রাম-সংস্কৃতির ঐতিহ্য বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অম্লান হয়ে থাকবে।
প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন অধ্যাপক মো. মোরশেদ মাহমুদ খান, ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগী ডিন অধ্যাপক এম. মঈনুল হক, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন অধ্যাপক ড. সাহীদ মো. আসিফ ইকবাল, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, আইন অনুষদের সহকারী ডিন জনাব তানজিনা আলম চৌধুরী, সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন জনাব ফারজানা ইয়াসমিন চৌধুরী এবং বিভাগীয় চেয়ারম্যান ও কো-অর্ডিনেটরবৃন্দসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারীরা মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ