
দেশচিন্তা ডেস্ক: ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের আয়োজনে স্কুল-মাদ্রাসার ২য় থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল অলিম্পিয়াড ২৭ ডিসেম্বর (শনিবার) নগরীর নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। নজরুল অলিস্পিয়াডে হাজারো শিক্ষার্থীদের অংশগ্রহণ করে। শিশু-কিশোরদের মাঝে বিদ্রোহী কবি নজরুলের সাম্য, সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়ার লক্ষ্যে এ নজরুল অলিম্পিয়াডের আয়োজন। ফুটন্ত ফুলের আসর এর প্রকাশনায় নির্দিষ্ট সিলেবাসের আলোকে অনুষ্ঠিত নজরুল অলিম্পিয়াড বেশ সাড়া জাগায় শিক্ষার্থীদের মাঝে। ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগর পরিচালক আরিফুল ইসলাম ইরফান, মুহাম্মদ শাহীন রেজা, সাইমন রহমান সিয়াম, ফুটন্ত ফুল নজরুল অলিম্পিয়াড সমন্বয়ক মুজাহির সামিরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নজরুল অলিম্পিয়াডের কেন্দ্র পরিদর্শনে ছিলেন চট্টগ্রাম মহানগর ক্রীড়া সংস্থার ভাইস প্রেসিডেন্ট কবি ও সাহিত্যিক ওসমান গণি মনসুর, অধ্যাপক সৈয়দ মোঃ মোখতার উদ্দিন, জয়সেন ভিক্ষু, ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের উপদেষ্টা মোঃ মহিউদ্দীন, প্রফেসর কাজী আসিফ আশরাফী, অধ্যাপক মুহাম্মদ আরিফ উদ্দিন, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, অধ্যক্ষ মুহাম্মদ ইউনুস, প্রভাষক রাবেয়া সুলতানা, মুহাম্মদ নুর রায়হান চৌধুরী। উপস্থিত ছিলেন ফুটন্ত ফুল নজরুল অলিম্পিয়াড মেম্বার মুহাম্মদ আমানত উল্লাহ অনি, ওবাইদুল মুন্তাসির, জিয়াউল হক শান্ত। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশ ও সমাজে আজ অবক্ষয়জনিত অস্থিরতা ও হানাহানি চলছে। মানবিক মর্যাদা, মানুষে মানুষে সম্প্রীতি ও ঐক্যের চেতনা আজ হারিয়ে যাচ্ছে। ফলে মানজীবনে বিষাদের অমানিশা নেমে এসেছে। বিদ্রোহী কবি নজরুলের সাম্য ও সম্প্রীতির চেতনা ধারণ করে শিশু-কিশোর ও তরুণদেরকে এগিয়ে নিতে পারলে তারাই আগামী দিনে সমৃদ্ধ মানবিক দেশ গড়ে তুলবে। বক্তারা নানাভাবে এবং বুদ্ধিবৃত্তিক উপায়ে নজরুলের শান্তি ও সম্প্রীতির দর্শন তুলে ধরে শিশু-কিশোর ও তরুণদেরকে আদর্শিকভাবে উজ্জ্বীবিত করার আহবান জানান।










