আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

শিল্পী রাজিয়া সুলতানা দীপা’র চিত্র-প্রদর্শনী ও এ্যালবাম গ্রন্থ “নগ্নপদ জননী’র মোড়ক উম্মোচন

দেশচিন্তা নিউজ ডেস্ক:

একাত্তরের জননী, সাহিত্যিক রমা চৌধুরীর জীবনের নানা বাঁকে, বিবিধ পথচলার স্থিরচিত্র ‘নগ্নপদ জননী’। শিল্পী রাজিয়া সুলতানা দীপা তাঁর ক্যামেরার চোখে এঁকেছেন একজন সংগ্রামী মানুষের নানা অবয়ব।
স্থিরচিত্র প্রদর্শনীর উদ্বোধন এবং চিত্র সন্নিবেশিত এলবাম গ্রন্থ ‘নগ্নপদ জননী’র মোড়ক উন্মোচন আজ ৮ নভেম্বর বিকাল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে ও গ্যালারি হলে রক্তকরবীর শিল্পীদের অংশগ্রহণে জাতীয় সংগীতের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র চট্টগ্রামের আয়োজনে ও রমা চৌধুরী স্মৃতি সংসদ’র সহযোগিতায় আলোচকচিত্র শিল্পী রাজিয়া সুলতানা দীপার আলোচক চিত্র প্রদর্শনী ও এ্যালবাম ‘নগ্নপদ জননী’র উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সমাজবিজ্ঞানী মুক্তিযোদ্ধা ড. অনুপম সেন। অতিথি বক্তা ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধক নারীনেত্রী মুক্তিযোদ্ধা শহীদ জায়া বেগম মুশতারী শফি।

আলাউদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন আহমেদ, নগ্নপদ জননীর গ্রন্থকার ও আলোকচিত্রী রাজিয়া সুলতানা, লেখক ও গবেষক সাখাওয়াত হোসেন মজনু, মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, আয়োজনের কিউরেটর শাহ্ মোঃ সাজ্জাদ হোসেন, সাংস্কৃতিক সংগঠক সাইফুল আলম বাবু, অধ্যক্ষ রিতা দত্ত, অধ্যক্ষ তহুরিন সবুজ ডালিয়া, আবদুল মোতালেব, রমা চৌধুরীর সন্তান জহর লাল চৌধুরী। আরও উপস্থিত ছিলেন রমা চৌধুরী স্মৃতি সংসদের সদস্য সচিব শামশুজ্জোহা আজাদ পলাশ, মুক্তিযোদ্ধা মোঃ হারিছ, দেওয়ান মাকদুস, মুক্তিযোদ্ধা আ.হ.ম নাছির, শরিফুল ইসলাম শরীফ, জাহিদ তানছির, মোঃ সোহেল, মোঃ শাহজাহান, মোঃ নাজমুল, মোঃ আলমগীর রুমি, মোঃ সবুজ, জয়ন উদ্দিন জয়, আব্দুল হাকিম নাহিদ প্রমুখ। প্রদর্শনী চলবে ৯ নভেম্বর সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ