আজ : শুক্রবার ║ ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৬ই রজব, ১৪৪৭ হিজরি

মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত বেড়ে ৪

দেশচিন্তা ডেস্ক: চাঁদপুরের মেঘনা নদীতে ঘন কুয়াশার কবলে পড়ে যাত্রীবাহী দুই লঞ্চের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনসভা শেষে ঝালকাঠি জেলা বিএনপির একদল নেতাকর্মী ‘এমভি অ্যাডভেঞ্চার-৯’ লঞ্চে করে ঝালকাঠি ফিরছিলেন। রাত ২টার দিকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে আসায় বিপরীত দিক থেকে আসা ‘সম্রাট’ নামের একটি লঞ্চের সঙ্গে অ্যাডভেঞ্চার-৯-এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় দুই লঞ্চের অন্তত ৩০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোস্ট গার্ড ইতিমধ্যে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার শিহাব সরকার জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল ও একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। উদ্ধারকর্মীদের ধারণা অনুযায়ী, নিহতের সংখ্যা ৭ থেকে ৮ জন হতে পারে। তবে নিখোঁজদের সন্ধানে এখনো অভিযান অব্যাহত রয়েছে।

বর্তমানে ঝালকাঠি জেলা পুলিশ এবং নৌ-পুলিশ লঞ্চঘাটে অবস্থান করছে। দুর্ঘটনার পর নৌপথে চলাচলকারী যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এবং দায়ীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ