আজ : বৃহস্পতিবার ║ ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৫ই রজব, ১৪৪৭ হিজরি

ভারত থেকে চোরাই পথে আনা ১২টি গরু জব্দ করেছে বিজিবি

দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ির তাইন্দং দিয়ে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আনা ১২টি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

যামিনী পাড়া ৩২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা বুধবার (২৪ ডিসেম্বর) রাতে জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের কলাবাগান এলাকা থেকে গরুগুলো জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বান্দরসিং বিওপি এলাকায় ভারত থেকে গরু চোরাচালানের তথ্য পাওয়া যায়। এরপর বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ নুরুল আবছারের নেতৃত্বে বুধবার রাতে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা গরুগুলো ফেলে পালিয়ে যায়। পরে টহল দল মালিকবিহীন অবস্থায় ১২টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।

খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। আটককৃত গরুগুলো চট্টগ্রামের সীতাকুণ্ড কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে জানিয়েছেন তিনি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ