দেশচিন্তা নিউজ ডেস্ক:
শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে ট্রাস্ট বাংলাদেশ কর্তৃক পরিচালিত আগ্রাবাদস্থ কমেপ্লেক্সের আগামী ১০ নভেম্বর রবিবার বাদে মাগরিব নিয়মিত মাসিক ত্বরিকতের বৈঠক, জিকির ও দোয়া মাহফিল স্থগিত করা হয়েছে। কমপ্লেক্সের পরিচালক শাহজাদা মাওলানা মঈন উদ্দিন মজিদী জানান আগামী ২৪ নভেম্বর রবিবার বাদে আসর হতে শাহ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলের সাথে মাসিক ত্বরিকতের বৈঠক, জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন অত্র কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা ও সভাপতি হযরত আলহাজ্ব মাওলানা শাহ্জাদা মাহ্মুদুল হক মজিদী, পীর সাহেব কেবলা, গারাঙ্গিয়া। উক্ত মাহফিলে সিলসিলায়ে গারাংগিয়ার সকল ভক্ত অনুরক্তদের মাহফিলে উপস্থিত থাকার আন্তরিক দাওয়াত জানিয়েছে।
পড়েছেনঃ ৪১১