আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

বাংলাদেশে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান আজ সামাজিক সম্প্রীতির অনুষ্ঠানে পরিণত হয়েছে -বিপ্লব বড়ুয়া

দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম মহানগর সার্বজনীন বৌদ্ধ বিহারের উদ্যোগে দিনব্যাপী নগরীর জে.এম সেন হল প্রাঙ্গণে দানোত্তম শুভ কঠিন চীবর দান ও ভদন্ত বজিরানন্দ থেরকে মহাথের বরণ উৎসব অনুষ্ঠান বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘ নায়ক ভদন্ত বনশ্রী মহাথেরর সভাপতিত্বে, রেবা বড়ুয়া ও সূর্য্যসেন বড়ুয়া শঙ্কুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। গত ২৬ অক্টোবর অষ্ট-উপকরণ দান, মহতী সংঘদান ও সদ্ধর্মসভায় শিক্ষক দীপংকর বড়ুয়া ও অজিত বড়ুয়ার পঞ্চশীল প্রার্থনার মাধ্যমে ধর্মসভার অনুষ্ঠান কার্যক্রম শুরু করা হয়। দান সভায় উদ্বোধনী ভাষণ প্রদান করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর প্রণব কুমার বড়ুয়া, কৃষিবিদ পুষ্পেন্দু বড়ুয়া, সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, তরুণ সমাজসেবক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু, সদ্ধর্মসভায় ধর্মদেশনা করেন-বোধিমিত্র মহাথের, সোভিতানন্দ মহাথের, অধ্যাপক উপানন্দ মহাথের, প্রিয়দর্শী মহাথের, বিপসসী মহাথেরসহ পূজনীয় ভিক্ষুসংঘদ্বয়। দায়ক সংঘ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন-জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, স্বদেশ কুসুম চৌধুরী, বিনয় ভুষন বড়ুয়া, প্রকৌশলী বিধান চন্দ্র বড়ুয়া, অলক বড়ুয়া বিটু, উত্তম কুমার বড়ুয়া, প্রণব রাজ বড়ুয়া, লোকপ্রিয় বড়ুয়া, তাপস কুমার বড়ুয়া, অমলেন্দু বড়ুয়া, প্রকৌশলী পলাশ বড়ুয়া, আশিষ বড়ুয়া জুয়েল, শুভ্র মনিয়াম বড়ুয়া, রূপম বড়ুয়া, সম্রাট বড়ুয়া প্রমুখ। ধর্ম সভায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে একটি প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছেন। সেটি হচ্ছে সকল মানুষের কল্যাণ, সকল ধর্মের সমান অধিকার ও মর্যাদাকে তিনি রাষ্ট্র পরিচালনার নীতির সাথে গ্রহণ করেছেন। বাংলাদেশে প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান আজ সামাজিক সম্প্রীতির অনুষ্ঠানে পরিণত হয়েছে। দেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ড. প্রণব কুমার বড়ুয়া বলেন-গৌতম বুদ্ধের জীবনের অন্যতম ঐতিহাসিক কীর্তি হলো ভিক্ষুসংঘ প্রতিষ্ঠা। এরকম সংঘ সদস্যরা সম্মানিত হলে আমরা আনন্দভোগ করি। মহাথের বরণ এবং সংবর্ধনা অনুষ্ঠান তেমনি একটি ঘটনা যা ভিক্ষুদের প্রাণীত করে এবং অধিকতর প্রত্যেয়ে বহুজন হিতায়, বহুজন সুখায়, আদর্শে উজ্জীবিত হয়ে নিজেদের অধিকতর প্রত্যয়ে উৎসর্গ করেন। আমি এই পদে অভিসিক্ত শ্রদ্বেয় বজিরানন্দ মহাথেরকে শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি। ভদন্ত বজিরানন্দ থেরকে অভিধা প্রদানের মাধ্যমে মহাথের হিসাবে বরণ করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা এবং দায়ক সংঘের পক্ষ থেকেও সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান শেষে ধর্মীয় নাটক ‘রাজা সম্ভুমিত্র’ মঞ্চস্থ হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ