আজ : মঙ্গলবার ║ ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩রা রজব, ১৪৪৭ হিজরি

বিবাহবিচ্ছেদের পর আবারও অভিনয়ে নিয়মিত হতে চান সেলিনা জেটলি

দেশচিন্তা ডেস্ক: এক সময় বলিউডের টপ চার্ট অভিনেত্রী ছিলেন সেলিনা জেটলি। আইটেম গানগুলোতে সাবলীলভাবে পারফর্ম করেছেন সেলিনা। তবে শোবিজ জগতকে বিদায় দিয়ে সংসারে মন দেন তিনি। বিয়ে করেন অস্ট্রেলিয়ার এক ব্যবসায়ীর সঙ্গে। কিন্তু ১৪ বছর পর বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই তারকা। জীবনের এই সময়ে এসে অভিনয়ে নিয়মিত হতে চাইছেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী সব কঠিন সময় সামলে অভিনয় জগতে ফেরা নিয়ে মুখ খুলেছেন। এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে সেলিনা বলেন, ‘আমার কাজ কেবল একটি পেশা নয়। সিনেমার মাধ্যমে নিজেকে প্রকাশ করাও একটি উপায়। এটি আমার কাজ, যা আমায় আরও অনেক কিছু থেকে রক্ষা করবে।’

সেলিনা বলেন, ‘আমি এর জন্য কৃতজ্ঞ। আমার কাজই আমায় আবেগ, আর্থিক, মানসিক এবং অন্যান্য দিক থেকে রক্ষা করে।’ সেলিনার বক্তব্যে যদিও স্পষ্ট নয়, এখনই অভিনয়ে ফিরবেন কি না, তবে সিনেমা যে তার কাছে এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা স্পষ্ট।

ব্যক্তিগত জীবনের কারণে সেলিনা দীর্ঘদিন ধরেই আলোচনায়। স্বামী পিটারের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন তিনি। ইতিমধ্যেই ডিভোর্সের মামলা করেছেন সেলিনা। ১৫ বছরের দাম্পত্য জীবন শেষ করে নতুন জীবন শুরু করতে চলেছেন তারা।

প্রসঙ্গত, প্রায় একদশক আগে বড়পর্দায় রোমান্টিক কমেডি ফিল্ম ‘থ্যাংক ইউ’ সিনেমায় সর্বশেষ অভিনয় করেছিলেন সেলিনা। এরপর ওটিটিতে ২০২০ সালে ‘সিজন গ্রিটিংস’- এ তাকে শেষ দেখে দর্শক।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ