
দেশচিন্তা ডেস্ক: কেন্দ্র ঘোষিত কর্মসূচী হিসেবে আজ (২০ ডিসেম্বর) সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আধিপত্যবাদী ফ্যাসিস্টদের হামলায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর শাহাদাতের উত্তম মর্যাদা কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী আধিপত্যবাদী ফ্যাসিস্টদের হামলায় গত ১২ ডিসেম্বর মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। সিংগাপুরে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৮ ডিসেম্বর শাহাদত বরণ করেছেন।
পটিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন পটিয়ার গণমানুষের নেতা ও মানবিক চিকিৎসক ডাঃ ফরিদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নূরুল্লাহ, একর্ড হোল্ডিংস লি: এর চেয়ারম্যান শাহজাহান মহিউদ্দিন, ব্যবসায়ী ফোরামের চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি ইব্রাহীম চৌধুরী, চট্টগ্রাম মহানগরী ব্যাংকার্স থানা এর সেক্রেটারি আকতার হোসাইন, প্রফেসর মূসা খান, ইঞ্জিনিয়ার নূরুল আবছার, পটিয়া উপজেলা আমীর মুহাম্মদ জসিম উদ্দিন, পৌরসভা আমীর মাস্টার সেলিম উদ্দিন, কালারপুল থানা আমীর মাস্টার নাসির উদ্দীন, বিশিষ্ট ব্যক্তি জনাব আহমদ নূর, প্রফেসর আব্দুন নূর, মাহবুবুল আলম, সুশান্ত বডুয়া, পিপলু বড়ুয়া, জামাল উদ্দিন, আহমদ নবী, শেখ মুহাম্মদ ওমর ফারুক, ছাত্রশিবির পটিয়া শহর সভাপতি মাহবুব উল্লাহ, পটিয়া পশ্চিম সভাপতি জিহান ও পটিয়া কলেজ সভাপতি জুবায়ের সহ প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ।
উত্তর সাতকানিয়া (সাংগু) থানার উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, থানা আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা কফিল উদ্দীন, মাসুকুর রহমান সহ প্রমুখ নেতৃবৃন্দ।
সাতকানিয়া উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হক সহ প্রমুখ নেতৃবৃন্দ।

লোহাগাড়া উপজেলা জামায়াতের উদ্যোগে বাদে আছর বটতলী কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, নায়েবে আমীর নুরুল আবছার, অধ্যাপক আবু তাহের, সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনম নোমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাষ্টার আবদুস সালাম, কর্মপরিষদ সদস্য মাওলানা শামীম আকতার প্রমুখ নেতৃবৃন্দ।
বোয়ালখালী পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পৌরসভার সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবদুর রহমান, কর্মপরিষদ সদস্য আবুল মনছুর সহ প্রমুখ নেতৃবৃন্দ।

এছাড়াও জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে বক্তব্য প্রদানকালে নেতৃবৃন্দ বলেন, শহীদ শরীফ ওসমান হাদী ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে সোচ্চার ছিল বিধায় পতিত ফ্যাসিস্ট এর সন্ত্রাসীরা দিনদুপুরে গুলি করে হত্যা করতে চেয়েছিল। ছয়দিন মৃত্যুশয্যায় থেকে অবশেষে আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ তা’আলা তাকে শহীদ হিসেবে কবুল করুন। তার কথায় সাহসিকতার বারুদ বের হয়। ‘২৪ এর জুলাই অভ্যুত্থানে তাদের সাহসী নেতৃত্বে নরপিশাচ ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছিল। কুচক্রীমহল ক্ষমতার লোভে এভাবে সন্ত্রাসীদের উস্কে দিয়ে দিনদুপুরে বিপ্লবী হাদীকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে যায়। প্রশাসনের সদিচ্ছা থাকলে খুনীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে পারতো। কিন্তু তা হয়নি। এটা দুঃখজনক। অবিলম্বে খুনীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানাচ্ছি।










