আজ : শনিবার ║ ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটি উপাচার্য ও ইউজিসি সদস্যের সৌজন্য সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর মাননীয় সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলামের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার।
সাক্ষাৎকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উচ্চশিক্ষার মানোন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশে বিশ্ববিদ্যালয় ও ইউজিসি’র পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক আলোচনায় গুরুত্ব পায়।
মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির প্রিমিয়ার ইউনিভার্সিটির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইউজিসি’র মাননীয় সদস্যকে অবহিত করেন। এ সময় প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উদ্যোগের প্রশংসা করেন এবং উচ্চশিক্ষার মান বজায় রাখতে তাৎপর্যপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও ডেপুটি রেজিস্ট্রার জনাব নাসরিন আকতার।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ