দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর মাননীয় সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলামের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় ১৮ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার।
সাক্ষাৎকালে প্রিমিয়ার ইউনিভার্সিটির শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের সার্বিক অগ্রগতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উচ্চশিক্ষার মানোন্নয়ন, গুণগত শিক্ষা নিশ্চিতকরণ, গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা বিকাশে বিশ্ববিদ্যালয় ও ইউজিসি’র পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক আলোচনায় গুরুত্ব পায়।
মাননীয় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির প্রিমিয়ার ইউনিভার্সিটির চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ইউজিসি’র মাননীয় সদস্যকে অবহিত করেন। এ সময় প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উদ্যোগের প্রশংসা করেন এবং উচ্চশিক্ষার মান বজায় রাখতে তাৎপর্যপূর্ণ পরামর্শ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির ও ডেপুটি রেজিস্ট্রার জনাব নাসরিন আকতার।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.