আজ : মঙ্গলবার ║ ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত দেশ গঠনে দেশপ্রেমিক ইসলামী শক্তির বিকল্প নেই — আলহাজ্ব শাহজাহান চৌধুরী

দেশচিন্তা ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, সাম্য ও মানবিক আগামীর বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী বদ্ধপরিকর। সততা ও দক্ষতা সম্পন্ন জনসম্পদ তৈরিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত দেশ গঠনে দেশপ্রেমিক ইসলামী শক্তির বিকল্প নেই।

আজ মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত যুব র‍্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আবু নাছের, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, মুহাম্মদ নুরুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা শিবিরের সভাপতি ছাত্রনেতা আসিফুল্লাহ আরমান, সেক্রেটারি ডিএম আসহাব উদ্দীন, সাতকানিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান মুহাম্মদ জসিম উদ্দীন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইব্রাহীম চৌধুরী, জেলা মজলিসে শুরা সদস্য ডাঃ আবদুল জলিল, এম ওয়াজেদ আলী, সাতকানিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দীন, উত্তর সাতকানিয়া থানা আমীর মাষ্টার সিরাজুল ইসলাম, সাতকানিয়া পৌরসভা আমীর অধ্যক্ষ হামিদ উদ্দীন আজাদ সহ প্রমুখ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

র‍্যালিতে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামী এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি আরও বলেন, মহান বিজয় দিবস কেবল একটি ঐতিহাসিক দিন নয়। এটি আমাদের জাতীয় আত্মপরিচয়ের ভিত্তি। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় অন্যায়, জুলুম ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম ছাড়া কোনো জাতির মুক্তি সম্ভব নয়। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও সাধারণ মানুষ আজও ন্যায় ও ইনসাফ থেকে বঞ্চিত। যদি রাষ্ট্র পরিচালনায় ন্যায়নীতি ও সুশাসন প্রতিষ্ঠিত না হয়, তাহলে বিজয়ের প্রকৃত স্বাদ অর্জন সম্ভব নয়। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করতে হলে রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী আরও বলেন, দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ যুবক। এই শক্তিকে যদি সঠিক পথে পরিচালিত করা যায়, তাহলে বাংলাদেশ অল্প সময়ের মধ্যেই একটি কল্যাণরাষ্ট্রে পরিণত হতে পারে। কিন্তু নৈতিকতা ও আদর্শের বিচ্যুতি ঘটলে এই শক্তিই সমাজের জন্য ভয়ংকর হয়ে দাঁড়ায়। তাই যুবকদের সততা, শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত করে গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কারও প্রতি বৈষম্য থাকবে না, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। বিজয় দিবসের অঙ্গীকার হোক, একটি ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এধরনের রাষ্ট্র গঠনের সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভাপতির বক্তব্যে জেলা আমীর বলেন, মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে। বিজয়ের চেতনা বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

উল্লেখ্য, সাতকানিয়ার কেরানীহাট সী-ওয়ার্ল্ড রিসোর্টের সামনে থেকে যুব র‍্যালি শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ধরে হাসমতের দোকান নামক এলাকায় গিয়ে শেষ হয়। জাতীয় পতাকা হাতে নিয়ে র‍্যালিতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

অন্যদিকে, পটিয়ায় বিকাল ৪.৩০ টায় জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত যুব র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরিফুর রশীদ, জামায়াত নেতা শাহজাহান মহিউদ্দীন, মানবিক চিকিৎসক ডাঃ ফরিদুল আলম, উপজেলা আমীর জসিম উদ্দীন সহ উপজেলা নেতৃবৃন্দ।

লোহাগাড়ায় সকাল ৯.৩০ টায় জেলা নায়েবে আমীর ড. হেলাল উদ্দীনের নেতৃত্বে অনুষ্ঠিত যুব র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি নুরুল হোসাইন, উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি অধ্যক্ষ আ.ন.ম. নোমান সহ উপজেলা নেতৃবৃন্দ।

জেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক এর নেতৃত্বে বোয়ালখালী উপজেলার উদ্যোগে সকাল ১০.০০টায় বিজয় র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ জাকারিয়া, উপজেলা আমীর ডাঃ খোরশেদ আলম, নায়েবে আমীর মানবিক চিকিৎসক ডাঃ আবু নাছের, চান্দগাঁও থানা সেক্রেটারি জসিম উদ্দীন সরকার, বোয়ালখালী পৌরসভা আমীর মাস্টার আবদুল্লাহ হারুন সহ উপজেলা নেতৃবৃন্দ।

জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামের নেতৃত্বে সকাল ১১ টায় অনুষ্ঠিত বাঁশখালীর বিজয় র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা সেক্রেটারি মোক্তার হোসাইন সিকদার, পৌরসভা জামায়াতের আমীর অধ্যক্ষ আবু তাহের, উপজেলা নায়েবে আমীর মাষ্টার আব্দুর রহিম ছানুভী সহ উপজেলা নেতৃবৃন্দ।

কর্ণফুলী উপজেলার উদ্যোগে সকাল ৮.০০টায় অনুষ্ঠিত বিজয় মিছিলে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আমীর মাষ্টার মনির আবছার চৌধুরী সহ উপজেলা নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ