আজ : সোমবার ║ ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শ্যোন অ্যারেস্ট

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার নতুন দুই মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেফতার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (১৫ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফা শুনানি শেষে এ আদেশ দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট দুটি মামলায় পুলিশ সাজ্জাদ হোসেন ও তার স্ত্রীকে গ্রেফতার দেখানোর আবেদন করলে শুনানি শেষে তা মঞ্জুর করা হয়। শুনানির সময় দুজনই কারাগার থেকে ভার্চুয়ালি আদালতে যুক্ত ছিলেন।

এর আগে রোববার (১৪ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই দুই আসামির বিরুদ্ধে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত জুলাইয়ের অভ্যুত্থানের সময় নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলায় ফজলে রাব্বী নামের একজন নিহত হন। ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী শারমিন আক্তার তামান্নার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

এছাড়া নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাড়ির সামনে সংঘর্ষের ঘটনায় দায়ের করা আরেকটি মামলায়ও তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানায় পুলিশ।

একই সঙ্গে ফজলে রাব্বী হত্যা মামলায় খোরশেদ নামের আরও এক আসামিকেও গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

বর্তমানে সাজ্জাদ হোসেন সিলেট কারাগারে এবং তার স্ত্রী শারমিন আক্তার তামান্না ফেনী কারাগারে বন্দি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ