শহিদুল ইসলাম(শহিদ) থানচি বান্দরবানঃ
নির্মানাধীন পদ্ম সেতুতে মানুষের মাথা লাগবে এই ধরনের ভিত্তিহিন গুজব ছড়ানো এবং অপরিচিত পুরুষ বা মহিলাকে মেরে ফেলা ছেলেধরা সন্দেহে করে গনপিটুনী দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটানোর জন্য উপজেলার বিভিন্ন সড়ক ও পাড়া মহল্লায় মাইকিং করে থানচি থানা পুলিশ। এই বিষয়ে থানচি থানার অফিসার ইনচার্জ জোবাইরুল হক থেকে মোবাইল ফোনে জানতে চাইলে তিনি উপরোক্ত কথার প্রসঙ্গ যোগ করে বলেন জনগনের জানমাল নিরাপত্তার আর আইনশৃঙ্খলা যাতে অবনতি না ঘটে তার জন্য ছেলেধরা গুজবে কান না দিয়ে কারো সন্দেহ হলে গনদোলাই দিয়ে মেরে না ফেলে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য থানচি থানা পুলিশের মাইকিং।
পড়েছেনঃ ৫৯৭