
শহিদুল ইসলাম (শহিদ) থানচি বান্দরবানঃ
বান্দারবানের থানচি উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প সিএইচটি এর সার্বিক সহযোগিতায় ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এর আয়োজনে ১৮ জুন থানচি উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে ৪র্থ বারের মত এগ্রো-ইকোলজি ফোরাম সভা অনুষ্টিত হয়।
মাঠ সহায়ক মি: সুখেন্দু ত্রিপুরা এর সঞ্চালনায় সম্মানিত আহবায়কের অনুমতি সাপেক্ষে সভা আরম্ভ হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক (মৃদুল) প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান থোয়আইহ্লামং মারমা, বিশেষ অতিথি মন্ত্রী প্রতিনিধি ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংথোয়াই ম্যা (রণি) , থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহাম্মদ , তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রু অং মারমা , রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রণি) ।
এগ্রো-ইকোলজি ফোরাম সভায় সকলকে স্বাগতম জানিয়ে স্বাগত বকÍব্য রাখেন মি: হাঁদি চন্দ্র ত্রিপুরা, মাঠ কর্মকর্তা (পেপ) থানচি ও সদস্য সচিব এগ্রো-ইকোলজি ফোরাম উক্ত সভায় প্রকল্পের কার্যবিবরনীর উপর প্রতিবেদন উপস্থাপন করেন মি: স্বপন চাকমা ,সিনিয়র মাঠ সহায়ক (পেপ ) থানচি পরবর্তিতে প্রতিবেদনের উপর ভিত্তি করে মুক্ত আলোচনা হয় মুক্ত আলোচনায় সকলে মতামত,দিক নির্দেশনা,পরামর্শ ও ভবিষ্যতে যে কোন কার্যে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যান্যদের সাথে আরো উপস্থিত থাকেন মি: সচিব চাকমা কোর্স কো-অর্ডিনেটর,হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন, ও মি: গুংগাচন্দ্র ত্রিপুরা মাঠ সহায়ক পেপ,থানচি।উক্ত সভায় সভাপতির মূল্যবান বক্তব্যের মাধ্যমে ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।