আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

থানচিতে এগ্রো-ইকোলজি ফোরাম সভা অনুষ্ঠিত

শহিদুল ইসলাম (শহিদ) থানচি বান্দরবানঃ
বান্দারবানের থানচি উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্প সিএইচটি এর সার্বিক সহযোগিতায় ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন এর আয়োজনে ১৮ জুন থানচি উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে ৪র্থ বারের মত এগ্রো-ইকোলজি ফোরাম সভা অনুষ্টিত হয়।

মাঠ সহায়ক মি: সুখেন্দু ত্রিপুরা এর সঞ্চালনায় সম্মানিত আহবায়কের অনুমতি সাপেক্ষে সভা আরম্ভ হয় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক (মৃদুল) প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান থোয়আইহ্লামং মারমা, বিশেষ অতিথি মন্ত্রী প্রতিনিধি ও সাবেক উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংথোয়াই ম্যা (রণি) , থানচি সরকারি উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক নুর মোহাম্মদ , তিন্দু ইউপি চেয়ারম্যান মংপ্রু অং মারমা , রেমাক্রী ইউপি চেয়ারম্যান মুইশৈথুই মারমা (রণি) ।
এগ্রো-ইকোলজি ফোরাম সভায় সকলকে স্বাগতম জানিয়ে স্বাগত বকÍব্য রাখেন মি: হাঁদি চন্দ্র ত্রিপুরা, মাঠ কর্মকর্তা (পেপ) থানচি ও সদস্য সচিব এগ্রো-ইকোলজি ফোরাম উক্ত সভায় প্রকল্পের কার্যবিবরনীর উপর প্রতিবেদন উপস্থাপন করেন মি: স্বপন চাকমা ,সিনিয়র মাঠ সহায়ক (পেপ ) থানচি পরবর্তিতে প্রতিবেদনের উপর ভিত্তি করে মুক্ত আলোচনা হয় মুক্ত আলোচনায় সকলে মতামত,দিক নির্দেশনা,পরামর্শ ও ভবিষ্যতে যে কোন কার্যে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় অন্যান্যদের সাথে আরো উপস্থিত থাকেন মি: সচিব চাকমা কোর্স কো-অর্ডিনেটর,হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন, ও মি: গুংগাচন্দ্র ত্রিপুরা মাঠ সহায়ক পেপ,থানচি।উক্ত সভায় সভাপতির মূল্যবান বক্তব্যের মাধ্যমে ও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষনা করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ