
দেশচিন্তা নিউজ ডেস্ক:
বিশিষ্ট রাজনীতিবিদ, বৃহত্তর চট্টগ্রাম শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারী পরিষদ সভাপতি ও বাংলাদেশ হিন্দু মহাজোটের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শ্রী তপন চক্রবর্তী বলেছেন, বাংলাদেশ আমাদের সবার। ৭১ সালে মহান মুক্তিযুদ্ধে এদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই এক হয়ে হানাদারের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলাম। তবে আজ কেন নির্যাতিত হয়ে সনাতনী সম্প্রদায়ের মানুষ দেশ ত্যাগ করছে? তিনি বলেন যত সমস্যাই হউক দেশ ত্যাগ করবেন না। এখানে জন্মেছি এখানেই মরবো। বিপদ এলে মোকাবেলা করবো। তিনি সকল ধর্মের জনগণকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানান। তিনি আজ ৪ জুলাই বেলা ২ টায় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোটের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্ভোধনকালে উদ্ভোধকের বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আন্দরকিল্লা চত্বরে সংগঠনের সভাপতি এডভোকেট যিশু কৃষ্ণ রক্ষিতের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশুতোষ দত্ত নান্টুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় উপদেষ্টা শ্রী অজিত কুমার দাশ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান সমন্বয়ক শ্রী জহর লাল চক্রবর্তী, সহ-সভাপতি চন্দন চক্রবর্তী, দক্ষিণ জেলা সভাপতি সঞ্জয় আচার্য্য, কেন্দ্রীয় ছাত্র মহাজোট সভাপতি নয়ন আচার্য্য, ইসলামিয়া বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মিল্টন দাশ সুমন প্রমুখ।