আজ : মঙ্গলবার ║ ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ২রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১১ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

দ্বীনি আন্দোলনের নিবেদিতপ্রাণ শাহেদ সিদ্দিকী র ইন্তেকালে চট্টগ্রাম মহানগরী জামায়াতের শোক ও জানাজা সম্পন্ন

দেশচিন্তা ডেস্ক: সাতকানিয়া উপজেলার এওচিয়া নিবাসী ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ শাহেদ সিদ্দিকীর গতকাল রাত ৩ টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকালে করেছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম এবং চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম শাহেদ সিদ্দিকী ছিলেন ইসলামী আন্দোলনের প্রতি নিবেদিতপ্রাণ। তিনি দীর্ঘকাল ধরে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে দ্বীনের কাজ করে গেছেন।
নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ মহলের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করেন। এবং মহান আল্লাহ রাব্বুল আলামীন নিকট দোয়া করেন, আল্লাহ যেন মরহুমের আজীবন দ্বীনি খেদমত কবুল করে তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারকে এই অপূরণীয় শোক বহন করার শক্তি ও ধৈর্য প্রদান করেন, আমীন।

জানাজা:
আজ মঙ্গলবার সকাল ৮:৩০ মিনিটে বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মাঠ প্রাঙ্গণে মরহুম শাহেদ সিদ্দিকীর প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

জানাজার নামাজ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য মুহাম্মদ জাফর সাদেক, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইসহাক, কোতোয়ালি থানা আমীর আমির হোছাইন, শাহেদ সিদ্দিকীর মামাতো ভাই মনজুরুল কাদের প্রমুখ।

উক্ত জানাজায় আরও শাহেদ সিদ্দিকীর ছোট ভাই সহকারি জাজ সোহাইল সিদ্দিকী, চট্টগ্রাম দক্ষিণ জেলা অফিস সেক্রেটারি নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সহকারি সেক্রেটারি মাওলানা আসাদুল্লাহ আদিল, চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, কোতোয়ালি থানা বায়তুলমাল সম্পাদক মাওলানা ফেরদৌস, জামায়াত আ ক ম ফরিদ, শাহাদাত হোসেন প্রমুখ।

উল্লেখ্য মরহুম শাহেদ সিদ্দিকী ২য় জানাজা ৯:৩০ মজ্জেরটেক অনুষ্ঠিত হয়। এবং তয় জানাজার নামাজ সাতকানিয়া এওচিয়া তার নিজ বাড়িতে দুপুর ২:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ