আজ : সোমবার ║ ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১লা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১০ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল

দেশচিন্তা ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বাকলিয়া থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে (০১ নভেম্বর) সোমবার বাদ আসর চট্টগ্রাম দক্ষিণ বাকলিয়া ১৯নং ওয়ার্ড ইয়ার আলী খান জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষদের অংশগ্রহণে এ মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত বাকলিয়া থানা যুবদলের সাবেক আহবায়ক ও সাবেক কাউন্সিলর প্রার্থী ইয়াকুব খান বাবু বলেন, “মহান আল্লাহর কাছে আমরা একটাই প্রার্থনা করি আল্লাহ্ যেনো দেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা ও শক্তি দান করেন। বাকলিয়া থানার বিএনপি নেতা আলহাজ্ব মো: জাহেদ হোসেন বলেন-“মানবিক দায়িত্ববোধ থেকে এবং দেশের সার্বিক কল্যাণে আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়াকে যেনো আল্লাহ্ সুস্থতা দান করেন। উক্ত দোয়া ও মাহফিলে উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির ১নং যুগ্ম আহবায়ক সেকান্দর আলম, সিনিয়র সদস্য হাজী মোঃ বেলাল, ইয়ার আলী খান মসজিদের মতোওয়াল্লী জসিম, বিএনপির নেতা এডভোকেট ইলিয়াস, মোজাম্মেল, বাপ্পী, শওকত, ছৈয়দুল হক, বশির, যুবদলের নেতা জায়েদ, আব্দুল কাদের, শাহ আলম, হোসেন, লিটন, জাহিদ, নুরুল ইসলাম ছাত্রদলের নেতা সোয়েব, সুমন, আলভি, হারুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে সর্বশেষ দোয়া পরিচালনা করেন ইয়ার আলী খান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আব্দুল্লাহ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ