
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশ ও জাতির কল্যাণে সারাজীবন সংগ্রাম করেছেন। গণতন্ত্র ও দেশের জন্য তাঁর অসামান্য অবদান বাংলাদেশের রাজনীতিতে তাঁকে অবিস্মরণীয় করে রাখবে। স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের স্বার্থে তিনি ছিলেন আপোষহীন। তাঁর অসুস্থতা শুধু দলের নেতাকর্মীদের নয়, দেশের সকল মানুষের হৃদয়কে ব্যথিত করেছে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ নেত্রীর সুস্থতায় দোয়া করছে। তিনি সুস্থ থাকলে, বাংলাদেশ সুস্থ থাকবে। তিনি শুধু বিএনপি নয়, এ দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। গণতন্ত্রের উত্তরণের এই সময়ে দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়ার প্রয়োজনীয়তা অপরিহার্য।
সোমবার (১ ডিসেম্বর) বাদ আসর ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের চাক্তাই তুলাতলি এলাকাস্থ বায়তুন নুর জামে মসজিদে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বাকলিয়া থানা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত “দোয়া ও মিলাদ মাহফিলে” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দোয়া ও মিলাদ মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
তিনি আরও বলেন, সকল জাতীয় সংকটে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষকে বটবৃক্ষের মতো আগলে রেখেছেন। রাজনৈতিক জীবনে জেল-জুলুমসহ নানামুখী ষড়যন্ত্র তিনি গভীর দেশপ্রেম দিয়ে মোকাবিলা করেছেন। কিন্তু নিজের সুবিধার জন্য বিন্দুমাত্র আপস করেননি। দেশ ছাড়েননি। নিজের যোগ্যতায় তিনি এখন দেশের সত্যিকারের রাজনৈতিক অভিভাবক। জাতীয় ঐক্যের প্রতীক। দলমত নির্বিশেষে গণতন্ত্রকামী প্রতিটি মানুষের কাছে প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।মহান আল্লাহ পাকের নিকট একটাই ফরিয়াদ প্রিয়নেত্রীকে যেন দ্রুত সুস্থতা দান করেন। জনগণের কাঙ্খিত বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়ার মতো অভিজ্ঞ রাজনীতিবীদের চিন্তা, মতামত ও দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
১৮নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক হাজী নবাব খান এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সাবেক কাউন্সিলর ইয়াছিন চৌধুরী আছু, ১৮নং পূর্ব বাকলিয়া ওয়ার্ড বিএনপির আহবায়ক হাজী মহিউদ্দিন, আবুল কালাম আবু, গিয়াস উদ্দিন ভূইয়া, নুরুল আকতার সও.। ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক মাইনুদ্দিন চৌধুরী পারভেজ এর সঞ্চালনায় বক্তব্য দেন নুর আলম কালু, আব্দুল মান্নান, সালাউদ্দিন বাসু, ইয়াকুব খান, রাশেদ পারভেজ, জাকির হোসেন, ওমর ফারুক, নুরুদ্দিন খান, ওমর শরীফ, আব্দুল বারেক, মানিক সরকার, বেগম মুন্নি, কামরুন নাহার, রেনুকা বেগম, মো. কবির, মো.ইউনুস, আব্দুল জব্বার, মো. সোহাগ প্রমুখ।










