আজ : বুধবার ║ ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য, প্রশংসা করে যা বললেন রণবীব

দেশচিন্তা ডেস্ক: বলিউড অভিনেতা রণবীর সিং ও উঠতি অভিনেত্রী সারা অর্জুনকে নিয়ে তৈরি হয়েছে নতুন সিনেমা ‘ধুরন্ধর’। সম্প্রতি এই সিনেমার টিজার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে জোর আলোচনা। একদিকে যেমন ছবিতে রণবীর সিং ও অর্জুন রামপালকে দেখা গেছে সম্পূর্ণ নতুন রূপে, তেমনই অন্যদিকে ২০ বছরের ছোট অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে রণবীরের ঘনিষ্ঠ প্রেম ও রসায়ন নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তুমুল চর্চা।

বয়সের এত বড় ব্যবধান সত্ত্বেও পর্দায় তাদের প্রেমের দৃশ্য নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন রণবীর সিং। অনেকেই প্রশ্ন তুলেছেন, ‘হাঁটুর বয়সী নায়িকাদের সঙ্গে জুটি বাঁধা কি বলিউডে অভ্যাস হয়ে দাঁড়িয়েছে?’। অবশেষে এক অনুষ্ঠানে তিনি নিজেই এই বিষয়ে মুখ খুলেছেন।

ঘনিষ্ঠ দৃশ্যে সারা অর্জুনের সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে রণবীর বলেন, ‘এই ছবিতে সারা প্রকাণ্ড চরিত্র। কিছু মানুষ এমনই হয়, বাচ্চা হলেও তারা প্রকাণ্ড।’ পর্দায় তাদের প্রেমের দৃশ্যে দর্শকদের মাতোয়ারা হতে দেখা যাবে।

এই ধরনের দৃশ্যে সারা অর্জুন কতটা সাবলীল, সেই প্রসঙ্গে রণবীর হলিউড অভিনেত্রী ডাকোটা ফ্যানিংয়ের সঙ্গে সারাকে তুলনা করে বলেন, ‘সে যেন এটা করার জন্যই জন্মেছে। তার অভিনয় দেখলে মনে হবে, এর আগে সে ৫০টি ছবিতে অভিনয় করে ফেলেছে।’

রণবীর আরও বলেন, ‘মানুষ ও শিল্পী হিসেবে সে খুবই উঁচু মানের। আমি যে অসাধারণ অভিনেতাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে সে একজন। তার জন্য আমাকেও দেখতে ভালো লেগেছে।’

প্রসঙ্গত, দক্ষিণী চলচ্চিত্র জগতে সারা অর্জুন সুপরিচিত নাম। একসময় শিশুশিল্পী হিসেবেও তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন। তিনি অভিনেতা জয় অর্জুনের মেয়ে। এর আগে হিন্দি ছবি ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হস্টেল’ এবং ‘ব্ল্যাক ফ্রাইডে’-এর মতো সিনেমাতেও সারাকে দেখা গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ