
দেশচিন্তা ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভীকে নতুন করে আরও পাঁচটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের পৃথক দুটি আমলি আদালতে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান।
তিনি জানান, মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে সদর থানায় আইভির বিরুদ্ধে দায়ের করা পুলিশ নির্যাতনের একটি মামলা, ফতুল্লা অঞ্চল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মায়মুনা আকতার মনিরের আদালতে ফতুল্লা থানায় দায়ের করা ৪টি হত্যা মামলার শুনানি হয়। পাঁচটি মামলাতেই আইভিকে শ্যোন অ্যারেস্ট (গ্রেফতার) দেখাতে পুলিশ আবেদন করলে শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
শুনানির সময় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হন অভিযুক্ত সাবেক সিটি মেয়র সেলিনা হায়াত আইভী।
এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মামলাগুলোর শুনানি হওয়ার কথা থাকলেও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির কারণে তা পেছানো হয়।
গত ৯ মে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় গ্রেফতার হওয়ার পর থেকে গত ৬ মাস ধরে আইভী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি আছেন। পরে আরও চারটি মামলায় তাকে ‘গ্রেফতার’ দেখায় পুলিশ।
এ নিয়ে গত জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের ঘটনায় দায়ের করা মোট ১০টি মামলায় আইভিকে আসামি করা হলো।
গত ৯ নভেম্বর হাইকোর্টের বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আইভীকে পাঁচটি মামলায় জামিন দেন। তবে ওইদিনই নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ তাদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে দায়ের করা একটি মামলায় আইভিকে গ্রেফতার দেখাতে আদালতে আবেদন করে।
পরদিন ফতুল্লা মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় আরও চারটি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানায়।
এ দিকে পাঁচ মামলায় আইভীকে জামিন দিয়ে হাইকোর্টের আদেশ গত বুধবার স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার আদালত।
তবে এ পাঁচ মামলার একটিতেও আইভি এজাহারনামীয় আসামি নন বলে জানান আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।
তিনি বলেন, ‘যে ৫টি মামলায় আইভিকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে কোনো মামলাতেই আইভির নাম নেই। তিনি এজাহারনামীয় আসামি নন। আইভী হাইকোর্টে পাঁচটি মামলায় জামিন পেয়েছিলেন। শুধুমাত্র তার জামিন ও কারামুক্তি বিলম্বিত করতে পুলিশ তড়িঘড়ি করে নতুন ৫টি মামলায় গ্রেফতারের আবেদন করেছে।
এই গ্রেফতারের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানান আইভির পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন।










