আজ : শুক্রবার ║ ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৯ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৫শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২০শে রজব, ১৪৪৭ হিজরি

জকসু নির্বাচন: ছাত্রশক্তি সমর্থিত ‌‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা

দেশচিন্তা ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয় ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর একটার দিকে জবির ভাষাশহীদ রফিক ভবনের নিচতলায় এ প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান।

এ প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কিশোর আনজুম সাম্য এবং জিএস পদে ম্যানেজমেন্ট বিভাগের একই শিক্ষাবর্ষ ও শাখা ছাত্রশক্তির সভাপতি মো. ফয়সাল মুরাদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহিন মিয়া নির্বাচন করবেন।

এছাড়া ২০ সদস্যের এ প্যানেলে শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মেহেরুননেসা হিমু , বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মোঃ ইমরান হোসেন , স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে তারেক সাদিদ , আইন ও মানবাধিকার সম্পাদক পদে জিহাদ , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে শাহিনুর , সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ রাতুল হাসান , ক্রীড়া সম্পাদক ফেরদাউস সোহান , পরিবহন সম্পাদক পদে মুশফিক , সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ফেরদাউস শেখ , পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে আমিনুল মনোনীত হয়েছেন।

এ ছাড়া ২০ সদস্যের এ প্যানেলে শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে মেহেরুননেসা হিমু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইমরান হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক তারেক সাদিদ, আইন ও মানবাধিকার সম্পাদক জিহাদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিনুর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. রাতুল হাসান, ক্রীড়া সম্পাদক ফেরদাউস সোহান, পরিবহন সম্পাদক মুশফিক, সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক ফেরদাউস শেখ এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক আমিনুল মনোনীত হয়েছেন।

এছাড়া সাতটি নির্বাহী সদস্যপদে লড়বেন কামরুল হাসান রিয়াজ, হাসান মাহমুদ সাজ্জাদ, হাসান মাহমুদ সাকিব, অর্ণা, জাবির খান, সজীব মৃধা, পিয়ারুল।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ