আজ : বৃহস্পতিবার ║ ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বোয়ালখালীতে ককটেলসহ ৩ জন আটক

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৪টি ককটেল, দেশে তৈরি বন্দুক ও কার্তুজসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (১২ নভেম্বর) রাতে পৌরসভার জামতল থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শেখ আবরার ফাইয়াজ।

তিনি বলেন, নাশকতার উদ্দেশ্যে কয়েকজন ব্যক্তি জামতল এলাকায় একটি খামারে অবস্থান করার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার পশ্চিম কধুরখীলের মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল আমীন (৪৬), মৃত আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আবু নাসের জিলানী (৫২) ও মো.জামালের ছেলে মোহাম্মদ শাহাদাত হোসেনকে (৪২) আটক করা হয়।

নুরুল আমীন যুবলীগ, আবু নাসের জিলানী ও শাহাদাত হোসেন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। তাদের কাছ থেকে ৪টি তাজা ককটেল, ১টি বন্দুক, ১টি তাজা কার্তুজ, ১টি হিরো গ্লামার মোটরসাইকেল, ৪টি মোবাইল সেট এবং নগদ ৮৯ হাজার ২৮ টাকা জব্দ করা হয়। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, নুরুল আমীনের বিরুদ্ধে জাতীয় নির্বাচনে অস্ত্রবাজি করে ভোটকেন্দ্র দখল, চাঁদাবাজি, দখলবাজি এবং ২০১৫ সালের ১৫ জানুয়ারি চৌধুরীহাটে অবস্থিত সৌখিন সিটি মার্কেট সশস্ত্র গোলাগুলির মাধ্যমে দখলের অভিযোগ রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ