আজ : শুক্রবার ║ ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

দীর্ঘ বিরতির পর আবারও নাটকে হানিয়া আমির

দেশচিন্তা ডেস্ক: পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির ‘মুক পেয়ার হুয়া থা’, ‘মেরে হামসফর’, ‘সাং-এ-মাহ’, ‘আন্না’ ও ‘দিলরাবা’র মতো নাটকে অভিনয় করে দর্শক জনপ্রিয়তা অর্জন করেছেন। দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের দর্শকদের কাছেও তিনি পরিচিত মুখ।

পাকিস্তান টেলিভিশনে তার সর্বশেষ ‘কভি মে কভি তুম’ নাটকে ফাহাদ মোস্তফার বিপরীতে অভিনয় করতে দেখা যায় তাকে, যা শেষ হয় ২০২৪ সালের নভেম্বরে। এরপর প্রায় এক বছর নাটক থেকে দূরে ছিলেন অভিনেত্রী। এরপর মনোযোগ দেন তার প্রথম ভারতীয় পাঞ্জাবি চলচ্চিত্র ‘সর্দারজি ৩’-এ, যেখানে তার সহ-অভিনেতা ছিলেন দিলজিৎ দোসাঞ্জ।

বহুল প্রতীক্ষার পর এবার টিভি নাটকে ফিরছেন হানিয়া আমির। ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকে প্রথমবারের মতো অভিনেতা বিলাল আব্বাস খানের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। এর মধ্যেই প্রায় ১০ মাস অপেক্ষার পর নির্মাতারা গত সপ্তাহে এ নাটকের প্রথম টিজার প্রকাশ করেছেন। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে দুটি প্রোমো, যা ভক্তদের নজর কেড়েছে। নাটকটি পরিচালনা করছেন মুসদ্দিক মালিক এবং এটি লিখেছেন রাদাইন শাহ্।

এর মধ্যেই নাটকটির প্রিমিয়ারের তারিখ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানি গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল ৭ নভেম্বর নাটকটি মুক্তি পাবে। এটি প্রতি শুক্র ও শনিবার রাত ৮টায় দেখানো হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ