আজ : বৃহস্পতিবার ║ ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শেষ ওভারের রোমাঞ্চে ওয়েস্ট ইন্ডিজকে হারাল নিউজিল্যান্ড

দেশচিন্তা ডেস্ক: জয়ের জন্য শেষ ৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১১৪ রান, হাতে বাকি ছিল ৪ উইকেট। এমন পরিস্থিতিতে চার-ছক্কার বন্যায় ম্যাচে উত্তেজনার পারদ তুঙ্গে তোলে ক্যারিবিয়রা।

তবে শেষ হাসি হাসা হয়নি সফরকারীদের।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সিরিজের দ্বিতীয় ম্যাচে ২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ক্যারিবীয়রা থামে ২০৪ রানেই। এতে ৩ রানের জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড।

শেষ ওভারের প্রথম বলে সীমানা ছুঁইয়ে চাপ বাড়ান ব্যাটাররা। ব্যাট হাতে তাণ্ডব চালানো রভম্যান পাওয়েল (১৬ বলে ৪৫) ফ্রি হিটের পর ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন, এতেই বদলে যায় ম্যাচের রঙ।

শেষ ওভারে তাদের দরকার ছিল ১৬ রান, সবশেষ চার বলে জয়ের জন্য লাগত মাত্র ৭ রান। সবশেষ বলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ৫ রান। ক্যারিবীয় ব্যাটার ম্যাথিউ ফোর্ড সর্বোচ্চ চেষ্টা করে নিতে পারেন মাত্র ১ রান। ফলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

এর আগে কিউইদের হয়ে ব্যাট হাতে ২৮ বলে ৭৮ রানের ঝড়ো ইনিংস খেলেন মার্ক চাপম্যান। সাত ছক্কা ও ছয় চারে সাজানো তার ইনিংসের সুবাদেই ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা। বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ইশ সোধি ও মিচেল স্যান্টনার শিকার করেন সমান ৩টি করে উইকেট।

প্রথম ম্যাচে হারলেও এই জয়ের মাধ্যমে সিরিজে ফিরল কিউইরা। ৯ নভেম্বর সিরিজের শেষ ম্যাচই হবে সিরিজ নির্ধারণী ম্যাচে।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড- ২০৭/৫ (২০ ওভার); চাপম্যান ৭৮, রবিনসন ৩৯; চেজ ২-৩৩, ফর্ড ১-১৭
ওয়েস্ট ইন্ডিজ- ২০৪/৮ (২০ ওভার); পাওয়েল ৪৫, শেফার্ড ৩৪; স্যান্টনার ৩-৩১, সোধি ৩-৩৯

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ