আজ : বুধবার ║ ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঝুট গোডাউনে ভয়াবহ আগুন

দেশচিন্তা ডেস্ক: গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মহানগরীর আমবাগ বাবুর্চি মোড় এলাকায় এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আরও দুটি ইউনিট গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিস থেকে যোগ দেয়। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম জানান প্রথমে নূর শাফির(৩০) একটি ঝুট গোডাউনে আগুন লেগে গোডাউনটি পুড়ে ছারখার হয়ে যায়। পরে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আবুল বাহার(৫০), নূর সবেদ (৪৫)সহ মোট ৪ জনের ৪ টি গোডাউনে ছড়িয়ে পড়ে। তবে একটি গোডাউন পুড়ে ছারখার হলেও অন্যান্য গোডাউন আংশিক পুড়ে ক্ষতিগ্রস্ত হয়।

সরেজমিনে গিয়ে জানা জানা যায়, এই ঘটনায় সন্দেহভাজন একজনকে পাশের ঝুট গোডাউনে আটক করে রেখেছে স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিষয়টি তদন্ত করতে দেখা যায়।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ঝুটের গোডাউনে আগুন লাগে। আমাদের মোট চারটি ইউনিট কাজ করেছে আগুন নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

স্থানীয়দের দাবি, ঝুটের গোডাউনটিতে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে আশপাশের এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয়রা ফায়ার সার্ভিসকে সহায়তা করেন আগুন নিয়ন্ত্রণে আনতে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ