দেশরতœ বঙ্গবন্ধু কন্যাপ্রধানমন্ত্রী শেখহাসিনার ৭২ তমজন্ম দিনউপলক্ষেবাঁশখালীউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আজ ২৮ সেপ্টেম্বর শুক্রবার সকাল বেলামহিলাআওয়ামীলীগ নেত্রী রোকসানা আকতারের সভাপতিত্বে জন্মদিনের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শাহিদা আকতার জাহান, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ নারী নেত্রী রেহেনা আকতার, রেহেনা বেগম, নতুন দাশ, মাইফুলা বেগম, কহিনুর আকতার, দিলয়ারা বেগম, বকুল সুশীল, হামিদা বেগম, আলোরানি দাশ, রুপা দাশ, পাখি রানী দাশ, ফরিদা বেগম, ছকিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে শাহিদা আকতার জাহান বলেন, বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলবলেআজ দেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনার জন্ম হয়েছে আজ বাংলাদেশ সারা বিশ্বেও কাছে রোল মডেল দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব বাংলাদেশকে অনেক দুর এগিয়ে নিয়েছে।