
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের কারীগর জননেত্রী শেখ হাসিনা তাঁর যোগ্যতা নিয়ে দলকে সুসংগঠিত করেছেন, রাষ্ট্রীয় ক্ষমতায় দলকে অধিষ্ঠিত করে জাতীয় জীবনের বহুক্ষেত্রে অভাবনীয় অনন্য সাফল্য আনতে সক্ষম হয়েছেন। একজন সৎ, ধার্মিক, পরিশ্রমী, নির্লোভ, বহুমাত্রিক গুনের অধিকারী দেশপ্রেমিক হিসাবে নিজকে উৎসর্গ করে তাদের কল্যাণের জন্য নিজের রাজনীতিকে পরিচালিত করেছেন। তিনি জনগনের জন্য আশীর্বাদ। জননেত্রী শেখ হাসিনার ৭২ তম জন্মদিন পালন উপলক্ষ্যেআজ ২৮ সেপ্টম্বর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ আয়োজনে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম চৌধুরী, এড: এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, সাংগঠনিক সম্পাদক এড: জহির উদ্দিন, শ্রম সম্পাদক খোরশেদ আলম, দপ্তর সম্পাদক আলহাজ্ব আবু জাফর, প্রচার সম্পাদক নুরুল আবছার চৌধুরী, শিক্ষা সম্পাদক বোরহান উদ্দিন এমরান, তথ্য ও গবেষনা সম্পাদক আবদুল কাদের সুজন, মহিলা বিষয়ক সম্পাদক এড: কামরুন নাহার, সদস্য চেয়ারম্যান নাছির আহমদ, মাহবুবুর রহমান শিবলী, এস এম ছালেহ, শাহিদা আক্তার জাহান, এম এন ইসলাম লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান, সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জোবায়ের, দক্ষিণ জেলা কৃষকলীগ সভাপতি আতিকুর রহমান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, কল্পনা লালা, দীপিকা বড়–য়া, নুরুল নাহার জালাল, রেহানা ফেরদৌস, জান্নাত আরা মঞ্জু, খালেদা আক্তার, এড: পাপড়ী সুলতানা, কাজী শারমিন সুমী, ববিতা বড়–য়া, দিলওয়ারা কায়েস, নুরীমন আক্তার, এড: নিলুফার জাহান, সঞ্চিতা বড়–য়া, ফাহমিদা বিনতে আজিজ, তামান্না সুলতানা, জীবন আরা বেগম, তাহমিনা আক্তার ফৌজিয়া, আঞ্জুমান আরা শাম্মি, জান্নাতুল ফেরদৌস, নিলুফার জাহান বেবী, শাহিন আক্তার সানা, বিবি জয়নাব, জেনুন্নেসা জেবু, কৃষক নেতা ইঞ্জি: আবুল কাশেম, মোহাম্মদ হারুন চৌধুরী, আবদুল মোনাফ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি এস এম বোরহান উদ্দিন প্রমুখ।
সভার শেষে মাননীয় প্রধানমন্ত্রীর রোগমুক্ত দীর্ঘায়ু কামনা, দেশ ও জনগণের কল্যাণ কামনা ও সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা ফজলুল কাদের।