
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “আমরা কাউকে পালাতে বলিনি, আওয়ামী লীগের নেতারা নিজেরাই পালিয়েছে। তারা জনগণের সঙ্গে এত অন্যায় ও পাপ করেছে যে আজ অপরাধবোধেই পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”
২৭ অক্টোবর পূর্ব নাসিরাবাদ এলাকার তুলাতলীতে দারুন নাজাত পরিষদের উদ্যোগে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “জনগণ এখন পরিবর্তনের জন্য প্রস্তুত। দেশের মানুষ অন্যায়, দুর্নীতি ও স্বৈরশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। ইনশাআল্লাহ, এবার জনগণের ভোটে সত্য ও ন্যায়ের শক্তিই বিজয়ী হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দারুন নাজাত পরিষদের প্রধান উপদেষ্টা ও আবু হুরায়রা মাদ্রাসা কমপ্লেক্সের সেক্রেটারি ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ চৌধুরী।
জোন পরিচালক ইমরান সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী, থানা সেক্রেটারি মাওলানা মফিজুল হক এবং ৮ নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পাঁচলাইশ থানা সভাপতি ডা. আমির হোসেন এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী মো. ফজলুল করিম ভূঁইয়া টিপু। আরও বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সাবেক জিএম মো. ইব্রাহীম, সমাজসেবক আব্দুল মান্নান, ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, দারুন নাজাত পরিষদের সভাপতি আকবর আলী, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. বাবলু হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম ও অর্থ সম্পাদক মো. নাজিম উদ্দীন।
বক্তারা বলেন, জনগণের শক্তিই সর্বশক্তিশালী। এখন সময় এসেছে সত্য, ন্যায় ও ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠার। তারা আহ্বান জানান, সকল স্তরের মানুষ যেন ঐক্যবদ্ধ হয়ে ন্যায়ের পক্ষে ও দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ায়।
উঠান বৈঠকে বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতি জামায়াতের পক্ষে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।












