আজ : সোমবার ║ ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চবির সংস্কৃত বিভাগের নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ সোমবার (২৭ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় কলা ও মানববিদ্যা অনুষদের গ্যালারি-২ এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে সুবর্ণ সুযোগ পেয়েছো, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। তোমরা জ্ঞানের আলো দিয়ে নিজেকে বিকশিত করতে হবে। তোমরা মনোযোগ, অধ্যবসায় ও সৃজনশীলতা দিয়ে নিজেদের প্রস্তুত করো। আর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবÑতোমরা এই বিভাগের গৌরব, তোমাদের সাফল্যই আমাদের প্রেরণা হবে। তোমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। এই বিভাগের নাম যেন তোমাদের মাধ্যমে আরও সমৃদ্ধ হয়Ñসেই শুভ কামনা রইলো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃত বিভাগের সভাপতি ড. লিটন মিত্র। এসময় বিভাগের শিক্ষকদের মধ্যে ড. শিপক কৃষ্ণ দেব নাথ, ড. রাজপতি দাশ, অনিন্দিতা দাশসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ, বিভাগের সকল বর্ষের শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ