আজ : রবিবার ║ ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাহ আমানত সেতুতে বাস-কার সংঘর্ষে পথচারী গুরুতর আহত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় বাস প্রাইভেট কারের সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত পরিচয়ে এক পথচারী গুরুতর আহত হয়েছেন। মুহুর্তেই দুমড়ে মরছে যায় বাস ও প্রাইভেট কারের একাংশ।

শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে শাহ আমানত সেতুর ১ম সিঁড়ি এলাকায় এ সংঘর্ষে ঘটনা ঘটে। আহত ব্যক্তি’কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়েছেন স্থানীয়’রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম নগরী থেকে আনোয়ারার দিকে যাচ্ছিল বাসটি গতি নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কারের পিছনে ধাক্কা দিয়ে সড়কের রেলিংয়ের উপর উঠে যায়। সংঘর্ষের সময় ঘটনাস্থলে থাকা একজন পথচারী মারাত্মকভাবে আহত হন। স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তি’কে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

মূলত দ্রুতগামী বাসের সঙ্গে কারের সংঘর্ষের কারণে পথচারী গুরুতর আহত হয়েছেন। তিনি দুই পায়ে গুরুতর জখম প্রাপ্ত হয়েছেন।ঘটনার পরপরই সুযোগ বুঝে বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন বলে জানান তারা।

মইজ্জ্যারটেক ট্রাফিক ইনচার্জ আবু সায়েক মো. বাকার জানান, দুর্ঘটনায় একজন পথচারী গুরুতর আহত হয়েছে বলে জানতে পেরেছি।খবর পেয়ে সাথে সাথে আমার টিম ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি থানা জব্দ করা হয়েছে। ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী দুইজনই পালিয়ে যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ