আজ : শনিবার ║ ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চবির গণিত বিভাগে নবীনবরণ এবং বিদায়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের নবীনদের বরণ এবং বিদায়ীদের সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বেলা সাড়ে ১১টায় বিজ্ঞান অনুষদের গ্যালারি-১ এ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান নবীনদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, এ বিভাগের একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে আজকের এ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত। এই গণিত বিভাগই আমার শিক্ষা ও চিন্তার ভিত্তি গড়ে দিয়েছে, যার আলোকে আমি জীবনের নানা ক্ষেত্র অতিক্রম করেছি। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, অত্যন্ত কঠিন ও প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে সুবর্ণ সুযোগ পেয়েছে, তা যথাযথভাবে কাজে লাগাতে হবে। তোমরা মনোযোগ, অধ্যবসায় ও সৃজনশীলতা দিয়ে নিজেদের প্রস্তুত করো, কারণ গণিত শুধুমাত্র একটি বিষয় নয়, এটি হলো চিন্তা ও যুক্তির জীবনধারা। আর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলব—তোমরা এই বিভাগের গৌরব, তোমাদের সাফল্যই আমাদের প্রেরণা হবে। তোমাদের সকলের ভবিষ্যৎ হোক উজ্জ্বল এবং এই বিভাগের নাম যেন তোমাদের মাধ্যমে আরও সমৃদ্ধ হয়।

বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীদের নানা বিষয়ে পরামর্শ দেন। তিনি বলেন, আজকের এ বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। গণিত এমন একটি বিদ্যা যা চিন্তা, যুক্তি ও সৃজনশীলতার বিকাশ ঘটায়। নবীনদের বলব—নিজেকে প্রস্তুত করো জ্ঞানের গভীরতায় প্রবেশের জন্য, আর বিদায়ী শিক্ষার্থীদের জানাই শুভকামনা—তোমাদের অর্জনেই বিভাগের গৌরব আরও বৃদ্ধি পাক। জীবনের সর্বক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রেখে বিশ্ববিদ্যালয় তথা দেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে হবে।

বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ জালাল আহাম্মদ এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহ, প্রফেসর ড. মুহাম্মদ ফোরকান, প্রফেসর আবু শহীদ মোহাম্মদ মঈনুদ্দিন ও সহকারী অধ্যাপক রাজীব কর্মকার। স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. লিপন চন্দ্র দাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মাসুদা আক্তার। বক্তারা মনে করেন, এই আয়োজন নবীনদের জন্য নতুন পথের সূচনা করবে এবং বিদায়ীদের হৃদয়ে স্বর্ণোজ্জ্বল স্মৃতি এঁকে দেবে। এসময় নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ীদের বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ