
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের সফলতা অর্জনের জন্য তাহাজ্জুদের নামাজে চোখ ভেজাতে হবে। দিনে ময়দানে সংগ্রামে জয়ী হতে হলে রাতে তাহাজ্জুদের সিজদায় আল্লাহর দরবারে কেঁদে নিতে হবে।”
২৪ অক্টোবর রাতে অনুষ্ঠিত তাহাজ্জুদ ও নৈশ ইবাদত মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, “আল্লাহর সাহায্য ও দিকনির্দেশনা ছাড়া কোনো আন্দোলনই সফল হতে পারে না। তাই আত্মশুদ্ধি, অধ্যবসায় ও আল্লাহভীতিই হতে হবে প্রতিটি কর্মীর মূল ভিত্তি।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুরাদপুর সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি আলমগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী।
দারসুল কুরআন পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও হাফেজ মাওলানা মোঃ মহিউদ্দীন মাহবুব। তিনি কুরআনের আলোকে আত্মসংযম, নৈতিকতা ও ন্যায়পরায়ণতার গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, ইসলামী আন্দোলনের সাফল্য কেবল সংগঠন বা কৌশলে নয়, বরং কর্মীদের ঈমানি দৃঢ়তা ও আমলনিষ্ঠার ওপর নির্ভর করে। তারা আহ্বান জানান—প্রতিটি কর্মী যেন আত্মশুদ্ধির মাধ্যমে সমাজে সত্য, ন্যায় ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেন।
অনুষ্ঠানে এলাকার বহু তরুণ, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। রাতভর ইবাদত ও দোয়া মাহফিলে তারা দেশ ও জাতির শান্তি, ন্যায়বিচার ও কল্যাণ কামনা করে মোনাজাত করেন।













