আজ : শুক্রবার ║ ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চবিতে ক্যাশলেস লেনদেনের জন্য এক্সক্লুসিভ ডেবিট কার্ড উদ্বোধন

দেশচিন্তা ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মাস্টারকার্ড এর যৌথ আয়োজনে “লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” প্রতিপাদ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্যাশলেস বাংলাদেশ উদ্যােগ কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক এক সেমিনার বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) বেলা ১১টায় চবির মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যবহারের জন্য ক্যাশলেস কার্ড উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ উদ্যােগের অংশ হিসেবে চবি ক্যাম্পাসের সর্বত্র ক্যাশলেস লেনদেনের জন্য শিক্ষার্থীরা পাবে বিনামূল্যে একটি এক্সক্লুসিভ ডেবিট কার্ড।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, বর্তমান বিশ্বে ক্যাশলেসের প্রচলন শুরু হয়েছে। যুগের সাথে তাল মিলাতে হলে আমাদেরও এ পদ্ধতি অনুসরণ করতে হবে। বাংলাদেশ ব্যাংক ক্যাশলেসের কার্যক্রম শুরু করেছে। এ উদ্যােগের অংশ হিসাবে ক্যাম্পাসগুলোর মধ্যে প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বেছে নিয়েছে, এজন্য বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংককে ধন্যবাদ জানাই। এসময় চবি উপাচার্য শিক্ষক, শিক্ষার্থীসহ সকলকে ক্যাশলেসের ব্যবহার করার আহ্বান জানান এবং এ কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন।

বিশেষ অতিথির বক্তব্যে চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এ উদ্যাগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ক্যাশলেস হলে অনেকাংশে সুবিধা বাড়বে। আর্থিক সাশ্রয় হবে। সমাজে অনেক অপরাধও কমে যাবে। চবি প্রশাসন এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করবে।

সেমিনারে প্রদর্শিত এক ভিডিও বার্তায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, বহির্বিশ্বে ক্যাশলেস লেনদেন শুরু হলেও আমাদের দেশে এটি এখনো ভালোভাবে পরিচিত না। কিছু ক্ষেত্রে অনলাইন লেনদেন রয়েছে। ক্যাশলেসের মাধ্যমে লেনদেন নিশ্চিত করতে পারলে বছরে ২০ হাজার কোটি টাকা সাশ্রয় হবে। অনলাইন কেনাকাটা, সকল পেমেন্ট এবং অনলাইনে সকল লেনদেনের মাধ্যমে ক্যাশলেসের ব্যবহার শুরু করা যায়। ক্যাশলেসের কার্যক্রম শুরু হয়েছে। আশা করি আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশ ক্যাশলেস লেনদেন নিশ্চিত হবে।

বাংলাদেশ ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগের অংশ হিসেবে চালু হওয়া এই অগ্রযাত্রার মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও দর্শনার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সর্বত্র ক্যাশলেস লেনদেন করতে পারবেন। এর ফলে নগদ অর্থের ওপর নির্ভরশীলতা উল্লেখযোগ্যভাবে কমবে এবং স্মার্ট আর্থিক সেবার প্রসার ত্বরান্বিত হবে। এই উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পেমেন্ট গ্রহণের জন্য বাংলা কিউআর যুক্ত করা হয়েছে। ফলে ক্যাফেটেরিয়া, বইয়ের দোকান, প্রশাসনিক দপ্তর ও রেলস্টেশন—সব জায়গাতেই ডিজিটাল লেনদেন করা সম্ভব হবে। এছাড়া শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি একটি এক্সক্লুসিভ ডেবিট কার্ড চালু করা হয়েছে, যা তাদের দৈনন্দিন আর্থিক কার্যক্রম আরও সহজ ও নিরাপদভাবে সম্পন্ন করতে সহায়তা করবে। ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ডের যৌথ ব্রান্ডেড এই কার্ড শীঘ্রই শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে সরবরাহ করা হবে।

বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের পরিচালক রাফেজা আক্তার কান্তার সভাপতিত্বে সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের নির্বাহী পরিচালক মো. মকবুল হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের পরিচালক মো. আরিফুজ্জামান ও ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাগত বক্তব্য সংবলিত ভিডিও প্রদর্শন এবং “ক্যাশলেস বাংলাদেশ” উদ্যোগ সম্পর্কিত একটি উপস্থাপনা পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মোহাম্মদ মঈন উদ্দিন। অনুষ্ঠানে মাস্টারকার্ডের রিটেইল অ্যান্ড কমার্সের প্রধান জুবায়ের হোসেনসহ বাংলাদেশ ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দসহ ইসলামী ব্যাংক ও মাস্টারকার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ