
দেশচিন্তা ডেস্ক: গত ২০ অক্টোবর’২৫ সোমবার সকালে চন্দনাইশ কানাইমাদারী ইসলামিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা অডিটোরিয়ামে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বড় পীর হযরত আবদুল কাদের জিলানী (রহঃ)-এর স্মরণে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম ও কৃতি শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসা সুপার মাওলানা মুহাম্মদ আজিজুল্লাহ (মা:জি:আ:)’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ জাহেদুল আলম। উদ্বোধক ছিলেন ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য জিএম শাহাদত হোসাইন মানিক। মূখ্য আলোচক ছিলেন-প্রভাষক মাওলানা মুহাম্মদ শফিকুল্লাহ হালিমি (মা:জি:আ)। সহ-সুপার মাওলানা মুহাম্মদ জহুরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকার মুহাম্মদ মহিউদ্দীন চৌধুরী, মুহাম্মদ রাজিব হোসেন রিফাত, মুহাম্মদ সাদ্দাম হোসেন, হাফেজ মুহাম্মদ সেকান্দর ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন ফাতেহা-ই-ইয়াজদহমের মতো আধ্যাত্মিক আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় অনুরাগ ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করে। তারা আরও বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে জ্ঞান ও চরিত্র গঠনের সমন্বয় ঘটিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও হামদ-নাত পরিবেশন, খতমে গাউসিয়ার মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। পরে ফাতেহা, মিলাদ ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ। ফাতেহা মাহফিল শেষে এক মনোজ্ঞ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বার্ষিক পরীক্ষায় ও বিভিন্ন প্রতিযোগিতার কার্যক্রমে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন-ম্যানেজিং কমিটির নির্বাচিত অভিভাবক সদস্য, এম এ ছবুর, মুহাম্মদ নাজিম উদ্দীন, শিক্ষক প্রতিনিধি সদস্য, হানিফা বেগম, মাওলানা মুহাম্মদ আবুল হোসাইন কাতেবী, আহমদ কবির, শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ যথাক্রমে মাস্টার মুহাম্মদ সোলাইমান, মাস্টার মুহাম্মদ জাকির হোসাইন, মাওলানা মুহাম্মদ আব্দুল কুদ্দুস, মাওলানা মুহাম্মদ রুহুল আমিন মজিদী, মাস্টার মুহাম্মদ মতিউর রহমান, শারমিন সুলতানা, কাজী মুহাম্মদ আবদুর রহিম, রুনা আকতার, মাওলানা হাফেজ ক্বারী মুহাম্মদ নেজাম উদ্দীন নঈমী, মুহাম্মদ মহিবুল্লাহ, মুহাম্মদ ফোরকান, পিংকি আকতার প্রমুখ। পরিশেষে জাতির শান্তি, মাদ্রাসার অগ্রগতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।