
দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারম্যান জনাব সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
১৯ অক্টোবর (রবিবার) বিকেল ৩:৩০টায় বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড়স্থ কেন্দ্রীয় মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি বলেন, জনাব মিনহাজ হোসাইন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তিনি কর্মঠ লোক ছিলেন এবং তাঁর অনেক গুণ ছিল। তাঁর অবদান আমাদের সিএসই বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের জন্য অমূল্য। আমরা তাঁর অভাব গভীরভাবে অনুভব করছি।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, পরীক্ষা নিয়ন্ত্রক জনাব শেখ মুহাম্মদ ইব্রাহিম, প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী এবং ব্যবসায় প্রশাসন বিভাগের অ্যাকাউন্টিং ডিসিপ্লিনের কো-অর্ডিনেটর ড. আহসান উদ্দিনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা।
উল্লেখ্য, মরহুম সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইনের নামাজে জানাজা জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় একই দিন, ১৯ অক্টোবর ২০২৫, রবিবার বাদে আসর। চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন, উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহীত উল আলম, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজার প্রাক্কালে ডা. শাহাদাত হোসেন বলেন, সৈয়দ মোহাম্মদ মিনহাজ হোসাইন ছিলেন একজন নিঃস্বার্থ কর্মী, যিনি প্রিমিয়ার ইউনিভার্সিটিতে শিক্ষাক্ষেত্রে অসাধারণ ভূমিকা রেখে গেছেন। ভদ্র-অমায়িক-সহজ-সরল এই মানুষটির চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
প্রিমিয়ার ইউনিভার্সিটির বিপুল শিক্ষক-শিক্ষার্থী জানাজায় অংশ নেন। তাঁরা মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান এবং তাঁর আত্মার শান্তি কামনায় প্রার্থনায় অংশগ্রহণ করেন। নগরীর কদম মোবারক মসজিদে দ্বিতীয় জানাজা শেষে তাঁকে কদম মোবারকস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।