আজ : সোমবার ║ ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৮শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

২৪’র জুলাই অভ্যুত্থানের শহীদরাও মুক্তিযোদ্ধা: রিজভী

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ শব্দটি শুধু প্রাণ উৎসর্গ নয়, বরং একটি জাতিকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার এক মহান অঙ্গীকারের নাম। ৭১-এর মুক্তিযোদ্ধারা যেমন জীবন দিয়েছেন, তেমনি ২০২৪ সালের জুলাই গণআন্দোলনের শহীদরাও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আত্মত্যাগ করেছেন। শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়া সেইসব মুক্তিকামী তরুণদের একজন।

সোমবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় কুমিল্লার চান্দিনা উপজেলার এতবারপুর গ্রামে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ইমাম হাসান তায়িম ভূঁইয়ার কবর জিয়ারতের সময় এসব কথা বলেন রিজভী।

তিনি বলেন, রাজধানী থেকে অনেক দূরে, একটি ধানক্ষেতের পাশে চিরনিদ্রায় শায়িত আছেন তায়িম। এই তরুণ ছাত্রের আত্মত্যাগ যেন জাতি কখনও ভুলে না যায়। তায়িম কোনো পারিবারিক বা ব্যক্তিগত বিবাদের কারণে আন্দোলনে নামেননি। সে ঝাঁপিয়ে পড়েছিল দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে। তার এই আত্মদান আমাদের জাতীয় আন্দোলনের ইতিহাসে এক অনন্য উদাহরণ।

রিজভী আরও উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থান ছিল একটি গণজাগরণের প্রতিচ্ছবি। মুক্তিকামী ছাত্র-জনতা যেভাবে জীবনবাজি রেখে রাস্তায় নেমেছিল, তা দেখিয়ে দেয়—এই জাতি এখনও তার অধিকার আদায়ের জন্য রক্ত দিতে জানে।

শহীদ তায়িমের মায়ের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, এই মা সন্তানকে হারিয়েছেন, কিন্তু তার বুকের শোক আজও জ্বলন্ত। তায়িম পরিবারের কথা না শুনে রাস্তায় নেমেছিল, গণতন্ত্রের জন্য। সে আর ফিরে আসেনি। কিন্তু আমরা যেন তার এই আত্মত্যাগ ভুলে না যাই—এটাই হবে শহীদ তায়িমের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা।

রুহুল কবির রিজভী সকাল ১১টায় এতবারপুর ভূইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে শহীদ তায়িমের কবর জিয়ারতের পর ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে চেক প্রদান করেন এবং শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূইয়া, আমরা বিএনপি পরিবার-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব এএফএম তারেক মুন্সি, চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন, সাধারণ সম্পাদক কাজী আরশাদ, পৌর বিএনপি সভাপতি এবিএম সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ্ মো. আলমগীর খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা যুবদল নেতা এড. তৌহিদুল ইসলাম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহ্বায়ক ডা. সাইফুল্লাহ বাপ্পি প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ