আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ১৮ই রমজান, ১৪৪৬ হিজরি

জীবন বাঁচাতে এক অসহায় মায়ের আকুতি

খুশী বড়ুয়া। ৫ বছরের এক ছোট্ট শিশুর মমতাময়ী মা। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। নিভে যাওয়ার পথে তার জীবনপ্রদীপ। ভারতে ভেল্যুরে সিএমসি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন কেউ স্বেচ্চায় কিডনি দিতে রাজী থাকলেও শুধু কিডনি রিপ্লেসমেন্ট খরচ বাবদ খরচ হবে প্রায় ১০ লক্ষ রুপি। কিন্তু এত টাকা জোগাড় করা খুশীর স্বামী গার্মেন্টস কর্মচারী সুমন বড়ুয়ার পক্ষে অসাধ্য। তাই তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের বিত্তবান তথা দেশ-বিদেশের সকল শ্রেণী-পেশার মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন চন্দনাইশ থানাধীন মধ্যম জোয়ারা নিবাসী মৃত সুনীল কান্তি বড়ুয়ার ছেলে সুমন বড়ুয়া। সাহায্য পাঠানোর পাঠানোর ঠিকানা : অ/ঈ ঘড়-১৮৮১৫১৪৭৬৭১. ডাচ্ বাংলা ব্যাংক, CEPZ Branch অথবা বিকাশ নং- ০১৮৭১৫৬৮২৬৮ (ত্রিরত্ন সংঘ)। প্রয়োজনে ০১৮৩৬১৯০৪০১, ০১৮৫৭১৬১১৮৫, ০১৫৫৬৬০৪৭১০।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ