
দেশচিন্তা ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় তুরস্কের মানবিক সহায়তা পৌঁছে দিতে শনিবার (১৮ অক্টোবর) রাফা সীমান্ত দিয়ে ২৫টি ত্রাণবাহী ট্রাক পাঠানো হয়েছে। এই ট্রাকগুলো তুরস্কের ১৭তম “শিপ অফ কাইন্ডনেস” কর্মসূচির অংশ হিসেবে ত্রাণ সরবরাহ করছে।
ত্রাণবাহী কারাভানটি তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) সমন্বয়ে এবং ১৭টি এনজিওর সহায়তায় আয়োজন করা হয়েছে। ১৪ অক্টোবর মেরসিন বন্দর থেকে ৯০০ টনেরও বেশি সহায়তা সামগ্রী নিয়ে ট্রাকগুলো রওনা দেয়। এই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে শিশুদের জন্য শিশুখাদ্য , তৈরি খাবার এবং প্যাকেটজাত খাবার।
এদিকে, সহায়তা সামগ্রী ত্রাণ ট্রাকে স্থানান্তরের জন্য ইতিমধ্যেই মিশর এর আল-আরিশ বন্দরে বেশিরভাগ মালামাল নামানো হয়েছে। এএফএডি ( AFAD) কর্মকর্তারা বন্দরের তত্ত্বাবধানের মধ্যে কারাভানের রওনা নিশ্চিত করেছেন। ট্রাকগুলো আনুমানিক ৪৫ মিনিটে রাফা সীমান্তে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
এএফএডি জানিয়েছে, বাকি ত্রাণ সামগ্রী গাজায় পৌঁছানোর জন্যও তৎপরতা চালানো হচ্ছে। তুরস্কের এই উদ্যোগ চলমান মানবিক সংকটের মধ্যে গাজার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি