
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক কিশোরী বিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে।
শুক্রবার (১৭অক্টোবর) সকাল ১১ টার সময় উপজেলার হোয়ানক ইউনিয়নের জৈয়ারকাটা গ্রামে অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করা হয়।
এ সময় বরের স্বজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদারের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ওই মেয়ে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়ার ইসলামিয়া দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্রী ছন্দনাম হোসনে আরা বেগম (১২)। ছেলে একই উপজেলার বাসিন্দা। শুক্রবার মেয়ের বাড়িতে বিয়ের আয়োজন চলছিল। গোপনে এ সংবাদ পেয়ে সেখানে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। অভিযান টের পেয়ে বর-কনে দুইজনে পালাল বিয়ের মঞ্চ থেকে।
মেয়েটি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ভ্রাম্যমাণ আদালত বিয়ের আয়োজন বন্ধ করে দেন। বরের দশ হাজার করে টাকা জরিমানা করা হয়। বাল্যবিবাহের কুফল সম্পর্কে বোঝালে দুই পক্ষের অভিভাবকরা তাঁরা ভুল বুঝতে পারেন। তাঁরা ছেলেমেয়েদের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর মজুমদার বলেন, বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, পুরুষ ২১ বছরের নিচে এবং নারী ১৮ বছরের নিচে হলে তাদের বিয়ে আইনগত অপরাধ। আইন অনুযায়ী, বাল্যবিবাহের অপরাধে সংশ্লিষ্টদের শাস্তি হিসেবে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মহেশখালী কে বাল্যবিবাহমুক্ত করতে এই অভিযান চলমান থাকবে।