
দেশচিন্তা ডেস্ক: টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি)-এর ১৭টি লক্ষ্য বাস্তবায়নে তরুণ সমাজকে সম্পৃক্ত করতে এবং স্থানীয় পর্যায়ে অংশীদারিত্বমূলক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে এসডিজি ইয়ুথ ফোরাম আগামী ২৫৩১ অক্টোবর চট্টগ্রামে আয়োজন করছে সপ্তাহব্যাপী “এসডিজি ফেস্টিভাল অব অ্যাকশন ২০২৫”। এ উপলক্ষে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন এমআরটি ক্লাবের সভাপতি রাইহান ইসমাইল, এসডিজি ইয়ুথ ফোরামের সদস্য এহতেশামুল হক, আবিরুল হক আবির, কবিতা ত্রিপুরা প্রমুখ। সভায় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রাম নগরকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরে রূপান্তরিত করতে আমাদের একসাথে কাজ করতে হবে। তরুণ সমাজের নতুন ধারণা, প্রযুক্তি এবং স্বেচ্ছাসেবামূলক উদ্যোগের মাধ্যমে নগর ব্যবস্থাপনা আরও কার্যকর হতে পারে। এসডিজি ইয়ুথ ফোরামের এ ধরনের উদ্যোগ তরুণদের অংশগ্রহণমূলক উন্নয়নকে ত্বরান্বিত করবে।” তিনি আরও বলেন, “বাসযোগ্য ও আধুনিক চট্টগ্রাম গড়ার পথে তরুণরাই সবচেয়ে বড় চালিকাশক্তি। তাদের উদ্ভাবনী চিন্তা ও ইতিবাচক মনোভাব নগর উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এসময় এসডিজি ইয়ুথ ফোরাম সভাপতি নোমান উল্লাহ বাহার জানান, “এসডিজি ফেস্টিভাল অব অ্যাকশন ২০২৫” তরুণদের জন্য সাজানো একটি বহুমাত্রিক কর্মসূচি, যার মধ্যে রয়েছে সাইকেল শোভাযাত্রা, পতেঙ্গা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ বাগান স্থাপন, ফ্রি মেডিকেল ক্যাম্প, উদ্ভাবনী মেলা, কর্মশালা, পলিসি ডায়ালগ, এবং “স্বপ্নচাষী” শীর্ষক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন প্রভৃতি। এসব উদ্যোগের মাধ্যমে তরুণ প্রজন্ম টেকসই ও পরিবেশবান্ধব নগর গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখবে চট্টগ্রামকে একটি আধুনিক, অন্তর্ভুক্তিমূলক ও উদ্ভাবনমুখী শহর হিসেবে প্রতিষ্ঠায় সহায়ক হবে।