
দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ ভবনে ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের বিএ ৭ম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর ২০২৫, সোমবার, দুপুর ১২টায় বিভাগের চেয়ারম্যান জনাব সঞ্জয় কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহীত উল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী, সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী, বিভাগটির সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ ইউনুস ও প্রভাষক এস. এম. তৌসিফ। অনুষ্ঠানে প্রফেসর ড. মোহীত উল আলম নবীন শিক্ষার্থীদের বলেন, এই বিভাগে তোমাদের অধ্যয়ন শুরু হলো। এই ভ্রমণ চার বছর চলবে। বিভাগটি আমাদের সমাজে নতুন। আগে আমরা ফ্যাশন ও ডিজাইন করতাম। কিন্তু এটা নিয়ে যে পড়াশুনা করা যায়, তা কারও চিন্তায় বা কল্পনায়ও ছিল না। এখন এই বিষয় নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলা হয়েছে। প্রিমিয়ার ইউনিভার্সিটির ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগ তোমাদের উজ্জ্বল ভবিষ্যত নির্মাণ করে দেবে বলে আমি বিশ্বাস করি। তিনি ফ্যাশন ডিজাইনকে সময়ের সঙ্গে পরিবর্তনশীল একটি বৈশিষ্ট্য বলে উল্লেখ করেন এবং নবীন শিক্ষার্থীদের পড়াশুনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী ও সহকারী প্রক্টর ড. তাসনিম উদ্দিন চৌধুরী প্রিমিয়ার ইউনিভার্সিটির কোড অব কন্ডাক্ট নিয়ে কথা বলেন।
সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান জনাব সঞ্জয় কুমার দাশ শিক্ষার্থীদেরকে মনোযোগের সঙ্গে লেখাপড়া করে ভালো ডিজাইনার হওয়ার পরামর্শ দেন।
প্রভাষক এস. এম. তৌসিফ তাঁর বক্তব্যে ফ্যাশন ডিজাইন এন্ড টেকনোলজি বিভাগের পরিচিতি ও একাডেমিক যাবতীয় নিয়ম-কানুন শিক্ষার্থীদের অবহিত করেন।
অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।