আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু চলবে বিকেল ৪টা পর্যন্ত

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ।

বুধবার (১৫ অক্টোবর) সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও অনেক আগে থেকেই শিক্ষার্থীদের লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ ৩৫ বছর পর ভোটের অধিকার ফিরে পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পাহাড় ঘেরা সবুজ ক্যাম্পাসে ভোটের এই উৎসব ঘিরে শিক্ষার্থীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ উদ্দীপনা।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে চলবে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৭ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন এবং ছাত্রী ১১ হাজার ৪৩৪ জন। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ জন প্রার্থী। এর মধ্যে চাকসুতে ২৬টি পদে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন প্রার্থী। কেন্দ্রীয় সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৮ জন নারী প্রার্থী ও ৩৬৬ জন পুরুষ প্রার্থী। এছাড়া ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চাকসুতে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ২৪ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন, সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১ জন প্রার্থী লড়ছেন। হল সংসদ নির্বাচনে ছাত্রদের ৯টি হল ও একটি হোস্টেল থেকে মোট ৩৫০ জন এবং ছাত্রীদের ৫টি হল থেকে ১২৩ জন প্রার্থী লড়ছেন।

চবির পাঁচটি অনুষদ ভবনে ১৫টি ভোটকেন্দ্র ও ৬০টি ভোটকক্ষের মাধ্যমে ভোট গ্রহণ হচ্ছে । ভবনগুলো হলো ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবনে (আইটি ভবন) সোহরাওয়ার্দী হলের ৪,০৩৬ ভোটার, শহীদ হৃদয় তরুয়া ভবনে (নতুন কলা অনুষদ) শাহজালাল হলের ২,৬৬৬ ভোটার, এএফ রহমান হলের ১,৩০৭ ভোটার, আলাওল হলের ১,২৯০ ভোটারসহ মোট ৫,২৬৩ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

বিজ্ঞান অনুষদ ভবনে শাহ আমানত হলের ২,২৪৭ ভোটার, শহীদ আবদুর রব হলের ১,৭৭৫ ভোটার, মাস্টারদা সূর্য সেন হলের ৫১৬ ভোটারসহ মোট ৪,৫৩৮ ভোটার ভোট দেবেন। সমাজবিজ্ঞান অনুষদ ভবনে নবাব ফয়জুন্নেছা হলের ১,১৭৯ ভোটার, শামসুন্নাহার হলের ২,২৯১ ভোটার, দেশনেত্রী খালেদা জিয়া হলের ২,৪৮৭ ভোটার, অতীশ দীপঙ্কর হলের ৬৪৯ ভোটারসহ মোট ৬,৬০৬ ভোটার ভোট দেবেন। ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে প্রীতিলতা হলের ২,৫৫৫ ভোটার, বিজয় ২৪ হলের ২,৬০৪ ভোটার, শহীদ ফরহাদ হোসেন হলের ১,৭৬০ ভোটার, শিল্পী রশিদ চৌধুরী হোস্টেলের ১৫৪ ভোটারসহ মোট ৭,০৭৩ ভোটার ভোট দেবেন।

একজন ভোটার মোট ৪০টি ভোট দেবেন। চাকসুতে ২৬টি এবং হল সংসদে ১৪টি। ব্যালটে ভোট গ্রহণ হবে। গণনা হবে ওএমআর পদ্ধতিতে।

গোপন কক্ষে ভোট প্রদান করতে হবে নির্ধারিত কলম ব্যবহার করে। প্রতিটি পদের জন্য সাধারণত একটি করে বৃত্ত পূরণ করতে হবে। চাকসুর নির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ৫টি, হল সংসদে সর্বোচ্চ ৩টি এবং হোস্টেল সংসদে সর্বোচ্চ ৩টি ভোট প্রদান করা যাবে। কোনো পদের জন্য নির্ধারিত সংখ্যার বেশি ভোট দিলে শুধুমাত্র সেই পদের ভোট বাতিল হবে।

ভোট শেষে গোপন কক্ষ থেকে বের হয়ে নির্ধারিত ব্যালট বাঙে ব্যালট ফেলতে হবে। চাকসু নির্বাচনের চারটি ব্যালট আলাদা আলাদা বাঙে এবং হল সংসদের ব্যালট সংশ্লিষ্ট হলের নাম লেখা বাঙে ফেলতে হবে। ব্যালট দেয়ার পর বিকল্প পথে কেন্দ্র ত্যাগ করতে বলা হয়েছে।

নির্বাচনে অংশ নিচ্ছে মোট ১৩টি প্যানেল। ভিপি-জিএস-এজিএস পদে অংশ নিচ্ছেন মোট ৬৯ জন প্রার্থী। এদের মধ্যে ছাত্রদল থেকে সাজ্জাদ হোসেন হৃদয়, শাফায়াত ও আইয়ুবুর রহমান তৌফিক, ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে ইব্রাহিম হোসেন রনি, সাঈদ বিন হাবিব ও সাজ্জাদ হোসাইন মুন্না, ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্টের ‘দ্রোহ পর্ষদ’ থেকে ঋজু লক্ষ্মী অবরোধ, ইফাজ উদ্দিন আহমেদ ও জোনায়েদ কবির শায়র এবং বামধারার বৈচিত্র্যের ঐক্য প্যানেল থেকে ধ্রুব বড়ুয়া, সুদর্শন চাকমা ও জশদ জাকির প্রতিদ্বন্দ্বিতায় আছেন।

অন্যান্যের মধ্যে ছাত্র ফেডারেশন সমর্থিত ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে আবির বিন জাবেদ, চৌধুরী তাসনিম জাহান শ্রাবণ ও পলাশ দে, বৈষম্যবিরোধী সাবেক সমন্বয়কদের প্যানেল ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ থেকে মাহফুজুর রহমান, রশিদ দিনার ও জান্নাতুল ফেরদৌস, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিসের ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ থেকে তামজিদ উদ্দিন, সাকিব মাহমুদ রুমি ও রোমান রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ থেকে আব্দুর রহমান রবিন, মোহাম্মদ আব্দুর রহমান ও আমিনুল ইসলাম রাকিব, রাজনৈতিক-অরাজনৈতিক ‘সর্বজনীন শিক্ষার্থী ঐক্য পরিষদ’ থেকে সাইদ মো. রেদওয়ান, জিহাদ আরাফাত ও আবদুল্লাহ আল মামুন, অরাজনৈতিক ‘সার্বভৌম শিক্ষার্থী ঐক্য’ থেকে তাওসিফ মুত্তাকি চৌধুরী, মোহাম্মদ সাজ্জাদ হোসাইন ও সাঈদ মোহাম্মদ মুশফিক হাসান, সুফিপন্থী ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ থেকে ফরহাদুল ইসলাম, ইয়াসিন উদ্দিন সাকিব ও শহীদুল ইসলাম শাহেদ, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবী স্টুডেন্ট ফ্রন্টের ‘রেভ্যুলেশন ফর স্টেট অব হিউম্যানিটি’ থেকে কেফায়েত উল্লাহ, শাহরিয়ার উল্লাহ ও জোনায়েদ শিবলী যথাক্রমে ভিপি-জিএস-এজিএস পদে প্রার্থী হয়েছেন। এছাড়া ‘ভয়েস অব সিইউ’ নামে স্বতন্ত্র শিক্ষার্থীদের একটি প্যানেল থেকে দফতর সম্পাদক, যোগাযোগ ও আবাসন সম্পাদক এবং মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে প্রার্থী দেওয়া হয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ