আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বাকলিয়ায় অভিযান চালিয়ে ২০ কোটি টাকার দেশি ও বিদেশি জাল মুদ্রা উদ্ধার

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাা নূরনগর হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে ২০ কোটি টাকার দেশি ও বিদেশি জাল মুদ্রা উদ্ধার করেছে র‌্যাব। জাল নোটের মধ্যে রয়েছে ডলার, ইউরো, রিয়াল, দিরহাম ও টাকা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) নূরনগর হাউজিং সোসাইটির সুলতান টাওয়ারের তৃতীয় তলা থেকে এসব জাল নোট উদ্ধার করা হয়। এ সময় জাল মুদ্রা ব্যবসায় জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়।

র‌্যাব-৭ এর উপ-অধিনায়ক মেজর জালিফ মাহমুদ খান বলেন, অভিযান চালিয়ে আনুমানিক ২০ কোটি টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ডলার, ইউরো, দিরহাম, রিয়াল ও বাংলাদেশি মুদ্রার জাল নোট ছিল। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

উপ-অধিনায়ক আরো বলেন, সিলেটে একটি অভিযান চালিয়ে জাল টাকা উদ্ধার করা হয়।

সেখানকার র‌্যাবের তথ্যের ভিত্তিতে বাকলিয়া এলাকায় অভিযান চালানো হয়। এরপর তানজীব (২০) নামের একজনকে আটক করা হয়। তানজীব বেশ কিছুদিন ধরে জাল টাকার ব্যবসা করে আসছিলেন। সিলেটে গ্রেপ্তার হওয়া চক্রের সঙ্গে তার যোগাযোগ রয়েছে।

তানজীবের বাসা থেকে জাল মুদ্রা উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আন্দরকিল্লার অন্তু প্রিন্টার্স থেকে জাল মুদ্রা ছাপানোর কাজ করতেন তিনি। পরে সেখানে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়।
জাল মুদ্রার পেছনে আরো কেউ জড়িত কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং আরো কেউ জড়িত থাকলে আইনের আওতায় আনা হবে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ