
দেশচিন্তা ডেস্ক: উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক দুটি অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) রাতে পালংখালী বিওপির একটি টহলদল কাটাখালী এলাকায় ধানক্ষেত থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। অভিযানের সময় মিয়ানমার থেকে আসা এক ব্যক্তি টহলদলকে দেখে ইয়াবার পোটলা ফেলে পালিয়ে যায়।
এছাড়া মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোরে হ্নীলা বিওপির রাডারে মিয়ানমার থেকে অনুপ্রবেশের সংকেত পেয়ে টহলদল জালিয়াপাড়া এলাকায় অভিযান চালায়। ওই সময় পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি কালো ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি থেকে আরও ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি জানান, পলাতক মাদক চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবাগুলো উখিয়া ও টেকনাফ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদক প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।