
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের টেকনাফের হ্নীলায় ক্যাম্পের বাইরে অবৈধভাবে বাসা ভাড়া নিয়ে বসবাসকারী ২৮ রোহিঙ্গাকে উদ্ধার করেছে র্যাব। এ সময় তাদের আশ্রয়দাতা ব্যক্তিকে আটক করা হয়।
রোববার (১২ অক্টোবর) গভীর রাতে হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় এ অভিযান চালায় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, সম্প্রতি উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে থাকা কিছু রোহিঙ্গা বাইরে বাসা ভাড়া নিয়ে বসবাস করে মাদক, মানবপাচার, খুন, ছিনতাই, ডাকাতি ও অপহরণসহ নানা অপরাধে জড়িত হচ্ছে—এমন তথ্য পায় র্যাব। এছাড়া কিছু রোহিঙ্গা জমি কিনে ঘরবাড়ি নির্মাণেরও চেষ্টা করছে বলে জানা যায়।
র্যাব কর্মকর্তা আ. ম. ফারুক বলেন, এমন তথ্যের ভিত্তিতে রোববার মধ্যরাতে হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় অভিযান চালানো হয়। অভিযানে একটি ভাড়া বাসা থেকে নারী ও শিশুসহ ২৮ রোহিঙ্গাকে উদ্ধার এবং আশ্রয়দাতা বোরহান উদ্দিন (১৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে এবং আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।