আজ : সোমবার ║ ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৩ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৮শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ঢাকা কলেজের স্বতন্ত্রতা রক্ষার দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা

দেশচিন্তা ডেস্ক: প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়া সংশোধন ও ঢাকা কলেজের স্বতন্ত্রতা রক্ষার দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে পদযাত্রা শুরু করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে কলেজ ক্যাম্পাস থেকে এ যাত্রা শুরু করেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, অধ্যাদেশের খসড়ায় বেশিরভাগ শিক্ষার্থীর মতামত উপেক্ষা করা হয়েছে। খসড়ায় শিক্ষার্থীদের চাওয়া পাওয়ার প্রতিফলন ঘটেনি। অতিদ্রুত এই খসড়া সংশোধন করতে অথবা বাতিল করতে হবে।

তারা বলেন, এই খসড়া নিয়ে আপত্তি রয়েছে ৯৫ শতাংশ শিক্ষার্থীর। খসড়া চূড়ান্ত হলে এটি মেনে নেয়া হবে না। প্রয়োজন হলে আরও বড় কর্মসূচি দেয়া হবে।

শিক্ষার্থীরা বলেন, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের খসড়া সংশোধন করতে হবে। খসড়ার স্কুলিং মডেলের মাধ্যমে সাত কলেজকে বিলুপ্ত চেষ্টা চালাচ্ছো। এতে হুমকিতে পড়বে ঢাকা কলেজের অনার্স-মাস্টার্স। অস্তিত্ব সংকটে পড়বে ইন্টারমিডিয়েট।

তারা বলেন, স্কুলিং মডেল সাত কলেজের অনুপযোগী-অযৌক্তিক। মডেল প্রণয়নে বেশিরভাগ শিক্ষার্থীর মতামত উপেক্ষা করা হয়েছে। স্কুলিং মডেল কোনোভাবেই ঢাকা কলেজে বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

কর্মসূচিতে ঢাকা কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থী উপস্থিত হয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ