
দেশচিন্তা ডেস্ক: গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার ব্যবস্থাপনায় আগামী ১৫ অক্টোবর’২৫ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) উদযাপন ও ফাতেহা-ই-ইয়াজদাহুম উপলক্ষে ঈদো মিলাদুন্নবী (দ.) মাহফিল-২০২৫ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতি সভা গত ১২ অক্টোবর’২৫ রবিবার বিকালে আইনজীবী অডিটোরিয়ামে ঈদে মিলাদুন্নবী (দ:) মাহফিল প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির সচিব এডভোকেট মুহাম্মদ মোজাম্মেল হক ফারুকী। এডভোকেট মুহাম্মদ ইমরান খান রাজ ও এডভোকেট মুহাম্মদ আরিফ উদ্দীন চৌধুরীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, গাউসিয়া কমিটি চট্টগ্রাম জেলা আইনজীবী শাখার সভাপতি বিজ্ঞ সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক এডভোকেট এম.ফয়েজ উদ্দীন চৌধুরী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট মুহাম্মদ শরিফ, এডভোকেট মুহাম্মদ ইকবাল, এডভোকেট মাসুদুল আলম বাবলু, এডভোকেট মোজাম্মেল হক, এডভোকেট সৈয়দ মোতাহের হোসেন রাসিফ, এডভোকেট মুহাম্মদ সাইফুদ্দীন মানিক, এডভোকেট মুহাম্মদ নুর হোসেন, এডভোকেট দিদারুল আলম টিপু, এডভোকেট এডিএম আরুছুর রহমান, এডভোকেট রবিউল আলম, এডভোকেট সৈয়দ মুহাম্মদ শাহেদ উল্লাহ, এডভোকেট মুহাম্মদ সুলতান মহিউদ্দীন, এডভোকেট মুহাম্মদ নেজাম উদ্দীন, এডভোকেট মুহাম্মদ হাবিব উল্লাহ, এডভোকেট মুহাম্মদ ফরিদুল ইসলাম, এডভোকেট মুবিনুল হক মুন্না, এডভোকেট মুহাম্মদ শাহাদাৎ হোসাইন, এডভোকেট ফোরকান আল মামুন, এডভোকেট মুহাম্মদ মমিন উদ্দীন, মুহাম্মদ রোকন উদ্দীন জুয়েল, জিএম শাহাদত হোসাইন মানিক, মুহাম্মদ এমদাদুল আলম ইমন প্রমুখ। বক্তারা বলেন, মানবতার মুক্তির দিশারী রাসূল (দ.) এর আদর্শ বর্তমান মানব সমাজে প্রতিষ্ঠিত হলে বিশ্বে শান্তি ফিরে আসবে। এজন্য ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল করা মুসলমানদের জন্য জরুরী। আগামী ১৫ অক্টোবর’২৫ অনুষ্ঠিয় মিলাদ মাহফিলে মূখ্য আলোচক থাকবেন, আনজুমানের মূখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার। বিশেষ আলোচক থাকবেন,শায়খ আল্লামা মুহাম্মদ জয়নুল আবেদীন কাদেরী (মা:জি:আ)। অতিথি থাকবেন, বাংলাদেশ বার কাউন্সিল এর সাবেক-বর্তমান সদস্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক-বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ। নাতে রাসুল (দরূদ) পরিবেশন করবেন, শায়ের মুহাম্মদ হারুনুর রশিদ কাদেরী। উক্ত মিলাদ মাহফিলে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন,প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট মুহাম্মদ দেলোয়ার হোসেন ও সদস্য সচিব এডভোকেট মুহাম্মদ মোজাম্মেল হক ফারুকী।