
দেশচিন্তা ডেস্ক: আসন্ন নির্বাচনের সময় মাঠপর্যায়ে প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সদ্য নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. এহসানুল হক। তিনি বলেছেন, আমার মাঠ প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন যেভাবে বলবে সেভাবে দায়িত্ব পালন হবে। আমি কখনো নিরপেক্ষতা হারাইনি।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে সদ্য নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. এহসানুল হক বলেছেন,
রবিবার (১২ অক্টোবর) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব এহসানুল হককে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুর ১টার দিকে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগ দেন। এ সময় মন্ত্রণালয়ে তাকে ফুল দিয়ে বরণ করে নেন কর্মকর্তারা।
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রশাসন সাজাচ্ছে সরকার।
মাঠ প্রশাসনে ডিসি, ইউএনওসহ সিভিল প্রশাসনের কর্মকর্তাদের বদলি প্রদানের বিষয়টি দেখভাল করে জনপ্রশাসন মন্ত্রণালয়। নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ে নিয়োগ পাওয়া ও চ্যালেঞ্জ নিয়ে সাংবাদিকদের সঙ্গে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেন নতুন জনপ্রশাসন সচিব।
নির্বাচনকে সামনে রেখে জনপ্রশাসনের বড় দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন আমাদের যেভাবে দায়িত্ব পালন করতে বলবে সেভাবে দায়িত্ব পালন করব।’
নির্বাচন সামনে রেখে এ দায়িত্বকে চ্যালেঞ্জ মনে করছেন কি না প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিশ্চয়ই নির্বাচন একটা চ্যালেঞ্জ।
আমি আশা করি, আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার আছেন ওনারা যেভাবে বলবেন প্রশাসন সেভাবে চলবে। আমি মনে করি, আমার মাঠ প্রশাসন সম্পন্ন নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশন যেভাবে বলবে সেভাবে দায়িত্ব পালন হবে।’
রাজনৈতিক কোনো পক্ষপাত থাকবে কি না এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রশ্নই আসে না। আমি আশা করছি, আমার অফিসাররা এ রকম করবে না।
আমার ধারণা, এ চ্যালেঞ্জটা, আগেও তো নির্বাচন হয়েছে, ২০০৯ সালেও নির্বাচন হয়েছে। এর আগেও হয়েছে। আমাদের অফিসাররা তো খারাপ করেনি। আমরা যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের সুযোগ পাই, ডেফিনেটলি আমার অফিসাররা সবাই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন। সেই সুযোগটুকু দেওয়ার মালিক আমাদের প্রধান নির্বাচন কমিশনার।’
সে সুযোগ পাবেন বলে আপনি মনে করছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিশ্চয়ই। আমার প্রধান নির্বাচন কমিশনারের ওপর আস্থা আছে। আমি মনে করি, উনি একটা সুন্দর নির্বাচন দেবেন। প্রধান উপদেষ্টাও বলেছেন সবচেয়ে সুন্দর নির্বাচন হবে।’